নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) একেবারেই অ্যাক্টিভ নন। বছর দু'য়েক ধরে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও পোস্ট করেননি। তবে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটালেন মাহি। দুই বছর পর বুধবারই (৮ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক। 


বছর দুই পর পোস্ট


ধোনির পোস্ট করা ভিডিওতে তাঁকে ট্র্যাক্টার চালাতে দেখা যাচ্ছে। তিনি প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালবাসেন। অবসর নেওয়ার পর ধোনি প্রকৃতির কোলে নিজের ফার্মহাউসে প্রচুর সময় কাটাতে পছন্দ করেন। সেখানেই তাঁকে তিনি ট্র্যাক্টর চালান। ছবিটির ক্যাপশনে ধোনি লেখেন, 'নতুন জিনিস শিখতে বেশ ভালই লাগল, তবে কাজটা শেষ করতে একটু বেশিই সময় নষ্ট হল।' ভিডিওতে ধোনির পাশাপাশি আরেকজনকে ট্র্যাক্টরে বসে থাকতে দেখা যায়। দীর্ঘদিন পর তাঁর এই পোস্ট স্বাভাবিকভাবেই হু হু করে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, এর আগে ৮ জানুয়ারি, ২০২১ সালে শেষবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিছু পোস্ট করেছিলেন ধোনি। সেই পোস্টে ধোনিকে গাছ থেকে স্ট্রবেরি ছিঁড়তে দেখা গিয়েছিল।


 






শেষ আইপিএল?


প্রসঙ্গত, ধোনি বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের ঘরোয়া ক্রিকেটও খেলেন না। তাই তাঁকে খেলতে দেখার জন্য অনুরাগীরা আইপিএলের (IPL) দিকেই তাকিয়ে থাকেন। ফ্রাঞ্চাইজি লিগ শুরু হতে আরও কিছুটা সময় বাকি রয়েছে, তবে ধোনি ইতিমধ্যেই কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁর অনুশীলন করার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরালও হয়েছে। এটাই ধোনির শেষ আইপিএল মরসুম হয় কি না, এখন সেটাই দেখার বিষয়। 


মনোজ-অভিষেকের লড়াই


রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বড় রান তুলল বাংলা (Ben vs MP)। মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary) প্রথম ইনিংস শেষ হল ৪৩৮ রানে। শেষ দিন আরও ১৩১ রান যোগ করল বাংলা। ব্যাট হাতে লড়াইয়ে নেতৃত্ব দিলেন অভিষেক পোড়েল ও মনোজ নিজে। ইনদওরের হোলকার স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচের প্রথম দিন বাংলা শেষ করেছিল ৩০৭/৪ স্কোরে। সেখান থেকে আরও ১৩১ রান যোগ করল বাংলা। প্রথম দিন ব্যাট হাতে দলকে ভাল জায়গায় রেখেছিলেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। দুজনই সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় দিন বাংলার ইনিংসকে টানলেন মনোজ ও অভিষেক।


মনোজ ৪২ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। তবে আউট হওয়ার বল দেখেও উৎসাহিত হতে পারেন বঙ্গ অধিনায়ক। কারণ, কুমার কার্তিকেয়র বল পিচে পড়ে এতটা ঘুরেছে ও লাফিয়েছে যে, এই পিচে বাংলার স্পিনাররাও এরকম ডেলিভারি করলে মধ্য প্রদেশের ব্যাটাররা চাপে পড়বেন। হাফসেঞ্চুরি করেন অভিষেক পোড়েল। তবে প্রদীপ্ত প্রামাণিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। ব্যক্তিগত ৫১ রানে। প্রদীপ্ত ২১ রান করেন। তবে টেল এন্ডাররা আর কেউ রান পাননি।


আরও পড়ুন: নাগপুরেই টেস্ট অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার, অভিষেক ভরতেরও