অ্যাডিলেড: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দলে ফিরেছিলেন। আশা ছিল পারথের পর অ্যাডিলেডেও টিম ইন্ডিয়া দাপট দেখিয়ে ২-০ এগিয়ে যাবে। সে গুড়ে বালি। দিন রাতের টেস্টে মুখ থুবড়ে পড়ল ভারতীয় দল। ১০ উইকেটে পরাজিত হল রোহিত-বাহিনী।
ভারতীয় দলের এই পরাজয়ের ফলেই রোহিত শর্মা মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিদের লজ্জার রেকর্ডের তালিকায় নাম লেখালেন। ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ়ে হোয়াইটওয়াশ হয়েছিল রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল। পারথে জয় পেলেও সেই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন যশপ্রীত বুমরা। অর্থাৎ সেই তিন টেস্ট হারের পর অ্যাডিলেড, নাগাড়ে চার টেস্ট হারলেন অধিনায়ক রোহিত। অতীতে ধোনি, কোহলি, সচিনরা টানা চার টেস্ট হারের লজ্জার রেকর্ড গড়েছিলেন। এবার সেই তালিকায় সামিল হলেন রোহিতও।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ১৫১ রানে পিছিয়ে ছিল ভারত। এই সময় দরকার ছিল একটা বড় পার্টনারশিপ। কিন্তু গোলাপি বলে অজি বোলিং লাইন আপের সামনে আরও একবার আত্মসমর্পণ করলেন ভারতের টপ অর্ডার। এই ইনিংসেও রান পাননি রোহিত ও বিরাট। রাহুল মাত্র ৭ রান করেন। পন্থ ও শুভমন ২৮ রান করেন। তবে আরও একবার লড়াই করলেন নীতিশ রেড্ডি। এই ইনিংসেও ৪২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া আর কোনও ব্যাটারই রান পাননি। শেষ পর্যন্ত ১৭৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। মাত্র ১৯ রানের লক্ষ্যমাত্রা ছিল, যা কোনও উইকেট না হারিয়েই তুলে নেয় অজিরা। ম্যাকস্যুইনি ও খাওয়াজার ওপেনিং জুটিই হেসেখেলে জয় এনে দিল দলকে।
সিরিজেও সমতা ফেরাল অজি শিবির। আর এই হারের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও প্রায় অসম্ভব হয়ে গেল ভারতের জন্য। মাত্র তিনদিনেই খেলা শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরির সুবাদে ম্য়াচের সেরা নির্বাচিত হলেন ট্রাভিস হেড। সময়টা যে রোহিতের জন্য একেবারেই ভাল যাচ্ছে না, ফের একবার অ্যাডিলেডে তার প্রমাণও মিলল।
আরও পড়ুন: কবে ভারতীয় দলে যোগ দেবেন মহম্মদ শামি? তারকা ফাস্ট বোলারকে নিয়ে বড় আপডেট দিলেন অধিনায়ক রোহিত