ব্রিসবেন: বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) বর্তমানে সমতায় দাঁড়িয়ে। দুই দলই একটি করে টেস্ট জিতেছে। এমন পরিস্থিতিতে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। একদিকে এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া যেখানে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে তৎপর হবে, সেখানে ভারতীয় দল গত হারের ধাক্কা কাটিয়ে সিরিজ়ে এগিয়ে যেতে মরিয়া হয়ে মাঠে নামবে। তবে ম্যাচের আগে আবহাওয়া দফতর কিন্তু সমর্থকদের জন্য খুব একটা আশার বাণী শোনাচ্ছে না। যা পূ্র্বাভাস, তাতে ম্যাচের পাঁচদিনই বৃষ্টি হতে পারে।.


ব্রিসবেনে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ম্যাচের জন্য নির্ধারিত পাঁচদিনেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে মন্দের ভাল একটাই যে বৃষ্টির জন্য ম্যাচে একাধিকবার বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও, খুব ভারি বৃষ্টি বা ঝড়ের পূর্বাাভাস আপাতত নেই। ম্যাচ চলাকালীন সর্বাধিক তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা থাকলেও, হাড্ডাহাড্ডি ম্যাচের আশাও কিন্তু সমর্থকরা করতেই পারেন।


এই মাঠে শেষবার যখন বছর চারেক আগে দুই দল মুখোমুখি হয়েছিল, তখনকার পরিণাম এখনই নিশ্চয়ই ভারতীয় সমর্থকদের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। ফের একবার এমনই কিছু করার পরিকল্পনায় থাকবে টিম ইন্ডিয়া। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে কি না সেটা দেখার বিষয়। এই ম্য়াচের জন্য পিচ খানিকটা ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গাব্বার পিচে বল বাউন্সও ভাল করবে এবং কিপার পর্যন্ত ভালভাবে বল পৌঁছবে বলেও পিচ প্রপ্ততকারক দাবি করছেন।


প্রসঙ্গত, ব্রিসবেনের উদ্দেশে রওনা দেওয়ার আগেই বিভ্রাট।সময়ে পৌঁছতে না পারার খেসারত দিতে হল যশস্বী জয়সওয়ালকে। তাঁকে ছাড়াই বিমানবন্দরের দিকে রওনা হয়ে গেল ভারতের টিমবাস। যা নিয়ে বিতর্ক তৈরি হল অস্ট্রেলিয়ায়। সময়মতো আসতে পারেননি যশস্বী। তাই অ্যাডিলেডে তাঁকে রেখেই বিমানবন্দরের দিকে রওনা দেয় ভারতীয় টিমবাস। পরে অবশ্য বিমানবন্দরে পৌঁছন যশস্বী। তবে আলাদা গাড়ি করে। অল্পের জন্য বিমান মিস করার মতো বিপত্তি এড়াতে পেরেছেন যশস্বী। ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গেই ব্রিসবেনের বিমান ধরেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'স্যান্ডপেপার' দেখিয়ে অজ়িদের খোঁচা! জোরজবরদস্তি মাঠ থেকেই বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে