দুবাই: লক্ষ্য ছিল ১৯৯ রান, সেই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ আয়ুষ মাত্রেরা। গোটা টুর্নামেন্টে রীতিমতো দাপট দেখালেও ফাইনালে চলল না বৈভব সূর্যবংশীদের ব্যাট। ১৩৯ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় দলের ছোটরা। নাগাড়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ (U-19 Asia Cup) চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। ফাইনালে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন মহম্মদ ইকবাল হাসান ঈমন।  


আজকের দিনটা মনে হয় একেবারেই ভারতীয় ক্রিকেটের জন্য ছিল না। প্রথমে তো দিনের শুরুতেই অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর ট্রফিতে রোহিত-বাহিনীকে দুরমুশ করে সিরিজ়ে সমতায় ফেরে। তারপর হরমনপ্রীতরাও অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে পরাজিত হন। শেষ আশা ছিল আমনদের অনূর্ধ্ব ১৯ দল। সেখানেও হতাশাই হাতে এল।


 













 


ম্যাচের শুরুটা অবশ্য ভালই করেছিল টিম ইন্ডিয়ার ছোটরা। প্রথমে বোলিং করে ভারতীয় বোলাররা কিন্তু বাংলাদেশকে দু'শো রানের গণ্ডিও পার করতে দেয়নি। ৪১ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডারে মহম্মদ শিহাব ও রিজ়ান হোসেন প্রতিরোধ গড়ে তোলেন। দুইজনে যথাক্রমে ৪০ ও ৪৭ রান করেন। চতুর্থ উইকেটে ৬২ রান যোগ করেন। আয়ুষ সেই পার্টনারশিপ ভাঙেন। শেষের দিকে ফরিদ ৩৯ রান করে বাংলাদেশকে কোনওক্রমে ১৯৮ রান তুলতে সাহায্য করে।


দারুণ ফর্মে থাকা ভারতীয় দল দু'শোরও কম রানের লক্ষ্য সহজেই তাড়া করে ফেলবে বলে মনে করেছিলেন অনেকে। আয়ুষ এক ও বৈভব নয় রানে আউট হয়ে যায়। মিডল অর্ডারে সিদ্ধার্থ, কার্তিকেয়ারা শুরুটা ভাল করেও ২০ ও ২১ রানে সাজঘরে ফেরেন। অপরপ্রান্তে পরপর উইকেট পড়লেও অধিনায়ক ক্রিজ়ে টিকে থাকার চেষ্টা করেন, দেখেশুনে ইনিংস এগোনোর চেষ্টায় ছিলেন তিনি। তবে ২৬ রানে আউট হন তিনি। হার্দিক ২৪ রানের ইনিংস খেলেন একেবারে শেষের দিকে। তবে শতরানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলার পর জেতাটা কার্যত অসম্ভব ছিল। হলও তাই। ১৩৯ রানেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।









আরও পড়ুন: নেপথ্যে অর্থলোভই! পন্থের দিল্লি ক্যাপিটালস ছাড়া নিয়ে বিস্ফোরক কোচ বাদানি