মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মাটিতে ফের একবার মহাদ্বৈরথ। বছরের শেষের দিকেই আবারও অজ়িভূমে মুখোমুখি হবে আইসিসির নিরিখে বর্তমান বিশ্বের সেরা দুই টেস্ট দল ভারত ও অস্ট্রেলিয়া। সেই বর্ডার-গাওস্কর সিরিজ় (Border Gavaskar Trophy) শুরু হতে এখনও মাস দুয়েক দেরি রয়েছে। তবে ইতিমধ্যেই সেই সিরিজ়ের জন্য টিকিট বিক্রি করা শুরু হয়ে গিয়েছে। এই টিকিট বিক্রির পরিমাণ থেকেই কিন্তু সিরিজ় ঘিরে জনগণের মধ্যে ঠিক কতটা উত্তেজনা, উন্মাদনা রয়েছে, তা স্পষ্ট হয়ে যায়।


ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি অনুযায়ী ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রির পরিমাণ ২০১৮-১৯ সালের (শেষবার অজ়িভূমে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়) তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট বিক্রির পরিমাণ তো আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধির পরিমাণ গত বারের তুলনায় ৫.৫ গুণ। উল্লেখযোগ্যভাবে, ভারত থেকে এই বক্সিং ডে ম্যাচের জন্য টিকিট বুক করার পরিমাণও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বছর ছয়েক আগে ভারতীয়রা যেখানে ০.৭ শতাংশ টিকিট কিনেছিল, সেখানে এবার সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩.৯ শতাংশ।


ক্রিকেট অস্ট্রেলিয়ার জোয়েল মরিসন (Joel Morrison) এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'বর্ডার-গাওস্কর ট্রফি ঘিরে সবসময়ই আগ্রহ থাকে। এবারের টিকিট বিক্রিই প্রমাণ করে দেয় যে ভারত ও অস্ট্রেলিয়ার  সিরিজ় ঘিরে সকলের মধ্যে কী পরিমাণ আগ্রহ রয়েছে।  পাঁচটি ম্যাচেরই টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। আমরা ভারতীয় এবং অস্ট্রেলিয়া, উভয় দেশের জনগণের মধ্যেই টিকিট ঘিরে আগ্রহ দেখতে পাচ্ছি, যা মাঠ এবং মাঠের বাইরে দুই দেশের সম্পর্ক উদযাপন করার দারুণ একটি সুযোগ বটে। এক গ্রীষ্মে টেস্ট ম্যাচ দেখতে একটা বেশ বড় সংখ্যক সমর্থকরা এদেশে আসবেন বলেই মনে হচ্ছে।'


এ বারের বর্ডার-গাওস্কর ট্রফি ২২ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। পারথে শুরু হবে টেস্টের দ্বৈরথ। তারপর অ্যাডিলেডে ডে-নাইট টেস্টের পর ব্রিসবেনের গাব্বায় বসবে তৃতীয় টেস্টের আসর। এরপর চতুর্থ তথা বক্সিং ডে টেস্ট প্রথাগতভাবেই মেলবোর্নে আয়োজিত হবে। নতুন বছরের শুরুতে সিডনিতে আয়োজিত হবে সিরিজ়ের পঞ্চম তথা শেষ টেস্ট।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, বিশ্রাম পেলেন বুমরা?