নয়াদিল্লি: রাজনীতিতে যোগ দিচ্ছেন বিরাট কোহলি? প্রতিবেদনের প্রথমেই এই লেখাটি পড়ে অনেকেই হয়ত চমকে উঠবেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে চেন্নাইয়ে দু ইনিংসেই ব্যর্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ১৭ রানের ইনিংস খেলেছেন বিরাট। এবার তাঁকে দেখতে পাওয়া গেল বিজেপি নেতার সঙ্গে। দিল্লি বিমানবন্দরে বিজেপি নেতা মিথিলেশ কুমার কাথেরিয়ার সঙ্গে দেখা গেল কিং কোহলিকে। এরপরই কানাঘুষো শোনা যাচ্ছে যে বিজেপিতে হয়ত যোগ দিতে পারেন কোহলি।


প্রথম টেস্ট সাড়ে তিনদিনে শেষ হয়ে যাওয়ার পর মাঝে কিছুদিনের সময় রয়েছে দ্বিতীয় টেস্টের আগে। তাই অনেকেই পরিবারের সঙ্গে দু দিন সময় কাটাতে বাড়ি ফিরেছেন। সেই মতই দিল্লিতে ফিরেছিলেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। এবার বিমানবন্দরে দুজনের সঙ্গে দেখা গেল বিজেপি নেতা মিথিলেশ কুমার। নিজের সোশ্যাল মিডিয়ায় মিথিলেশ লেখেন, ''আজ আমি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে দেখা হল। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দেখা হল। দিল্লি বিমানবন্দরে দেখা হল ওঁনাদের সঙ্গে দেখা হল। প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট ও গম্ভীরকে শুভেচ্ছা জানাচ্ছি।''


 








বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ২৮০ রানের বিশাল ব্যবধানে নাজমুল হোসেন শান্তর দলকে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোং। দ্বিতীয় টেস্টে কানপুরে খেলতে নামবে ২ দল। এখনও পর্যন্ত এই মাঠে রোহিতদের রেকর্ড কিন্তু একেবারেই ঈর্ষণীয় নয়। এক নজরে দেখে নেওয়া যাক গ্রিন পার্কে রোহিত, বিরাটদের রেকর্ড। গ্রিনপার্কে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ২৩টি টেস্ট খেলেছে। জয় পেয়েছে মাত্র ৭ টেস্টে। ৩ টেস্টে হার ও ১৩ টেস্টে ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল।