IND vs AUS: গোলাপি বলের টেস্টের আগে স্বস্থি ভারতীয় শিবিরে, নেটে ব্যাটিং অনুশীলন শুরু গিলের

Border Gavaskar Trophy: নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করলেন তরুণ ব্যাটার। উল্লেখ্য়, আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাওস্কর ট্রফির একমাত্র গোলাপি বলের টেস্টটি। যা অ্য়াডিলেডে হবে।

Continues below advertisement

ক্যানবেরা: প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্য়াচ খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন। যার জন্য ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) পারথে প্রথম একাদশে ছিলেন না তিনি। ছিটকে গিয়েছিলেন একাদশ থেকে। দ্বিতীয় টেস্টেও আদৌ তিনি খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে ক্যানবেরায় দু দিনের প্রস্তুতি ম্য়াচের আগে কিছুটা স্বস্থি ভারতীয় শিবিরে। অনুশীলনে ফিরলেন শুভমন গিল (Subhman Gill)। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করলেন তরুণ ব্যাটার। উল্লেখ্য়, আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাওস্কর ট্রফির একমাত্র গোলাপি বলের টেস্টটি। যা অ্য়াডিলেডে হবে। পারথ টেস্টে ২৯৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।

Continues below advertisement

কিছুদিন আগেও বোর্ডের সূত্র জানিয়েছিল যে গিল এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি। তার জন্য অ্যাডিলেড টেস্টে নাকি অনিশ্চিত তিনি। বুড়ো আঙুলে চোট পাওয়ায় ব্য়াট নাকি ঠিকমত ধরতে পারছিলেন না তিনি। তবে ক্য়ানবেরায় অনুশীলনে কিন্তু বেশ চাপমুক্ত মনে হল তাঁকে। ব্য়াট হাতে কড়া কিছু ডিফেন্সও করলেন। এমনকী ঠিকমত ব্যাটও ধরতে পারছিলেন তিনি। অভিষেক নায়ারের কড়া নজরদারিতে ব্যাটিং অনুশীলন সারলেন গিল। 

অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার ২০২১ সালে গাব্বা টেস্টে খেলেছিলেন গিল। সেই ম্য়াচেই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত ৩২৮ রান তাড়া করতে নেমে। সেই ম্য়াচে ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন গিল। তরুণ ভারতীয় ব্যাটার চাইবেন সেই ফর্মই ধরে রাখতে এবারও। প্রথম টেস্টে তাঁর পরিবর্ত হিসেবে নেমেছিলেন দেবদত্ত পড়িক্কল। প্রথম ইনিংসে তিনি খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও ঠিক স্বাচ্ছন্দ্যে একেবারেই মনে হয়নি দেবদত্তকে। তাই অ্য়াডিলেড টেস্টে গিল পুরো ফিট থাকলে তিনিই খেলবেন একপ্রকার নিশ্চিত।

এদিকে, প্রতিবারের মত এবারও অস্ট্রেলিয়ায় গিয়ে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল রোহিত ব্রিগেড। অস্ট্রেলিয়ার প্রধামন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দেখা ক্যানবেরায় দেখা করে ভারতীয় দল। পার্লামেন্টেও যায় গোটা টিম ইন্ডিয়া। সেখানে বক্তব্য রাখেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরই ফাঁকেই সেই সফর চলাকালীনই কোহলির এক মজাদার সাক্ষাৎকার নেওয়া হয় যেখানে কোহলির ব্যাগে ঠিক কী কী আছে, সেই প্রশ্নটি করা হয় তাঁকে। বর্ডার গাওস্কর ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ৪-০ বা ৫-০ ব্যবধানে সিরিজে জিততেই হবে রোহিতদের। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব কিন্তু একেবারেই নয়। 

Continues below advertisement
Sponsored Links by Taboola