মেলবাের্ন: ভারতীয় সংবাদপত্রে তিনি বরাবরই শিরোনামে থাকেন। ভারতীয় নিউজ চ্যানেলের বুলেটিনে তিনি বারবার স্থান করে নেন। ভারতের বর্তমান সময়ের সেরা ক্রিকেটার তিনি। কিন্তু তাঁর মাহাত্ম্য এতটাই যে তিনি এবার জায়গা করে নিলেন অস্ট্রেলিয়ার সংবাদপত্রের প্রথম পাতায়। এখনও পারথ টেস্টে শুরু হতে আরও এক সপ্তাহর ওপরে বাকি। কিন্তু এরমধ্যেই অস্ট্রেলিয়ার বিভিন্ন ভাষার সংবাদপত্রের প্রথম পাতায় বিরাট কোহলির (Virat Kohli) ছবি। তবে কি তারকা ব্যাটারকে নিয়ে অঙ্ক কষা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্য়মগুলোও?


বিশ্ব ক্রিকেটের সেরা বিজ্ঞাপন বিরাট কোহলি। তাঁকে নিয়ে প্রতিপক্ষ শিবিরে মাথাব্যথার শেষ নেই। এই মুহূর্তে একেবারেই নিজের চেনা ফর্মের ধারেকাছে নেই কোহলি। অনেকেই বলছেন তাঁর শেষের শুরু হয়ে গিয়েছে। কিন্তু বারবার প্রত্যাবর্তন করেছেন তিনি। নিজের জাত চিনিয়েছে। এবারও কি তেমনটা হতে পারে না? সেই আশঙ্কা কিন্তু করছে অজি শিবিরও। আর সে দেশের সংবাদমাধ্য়মও তাতে অগ্রণী ভূমিকা পালন করতে চলেছে। অস্ট্রেলিয়ার হিন্দি, পাঞ্জাবি ভাষার সংবাদপত্র, ট্যাবলয়েডের প্রথম পাতায় বিরাটের ছবি ও তাঁকে নিয়ে প্রতিবেদন। শুধু কোহলিই নন, তরুণ ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালও স্থান পেয়েছেন অজি সংবাদপত্রের প্রথম পাতায়। অস্ট্রেলিয়া যে জয়সওয়ালকে নিয়ে এবার নতুন করে ভাবনা চিন্তা করছে তা কিন্তু এর থেকেই পরিষ্কার। 






অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ক্রিকেটারদের মধ্যে সবার আগে পৌঁছে গিয়েছিলেন কোহলি। গত রবিবার ১০ নভেম্বর সন্ধেয় পারথ বিমানবন্দরে পা রাখেন কোহলি। সেই রাতে আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। শুভমন গিল, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজদের সঙ্গে ছিলেন অভিষেক নায়ারও। বাকিরা পরে পাড়ি দিয়েছিলেন। 


বর্ডার গাওস্কর ট্রফির সাম্প্রতিক ইতিহাস কিন্তু ভারতের পক্ষে। পরপর দুবার ২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমে টানা দুবার জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার অবশ্য ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ায় খেলতে নামছে।