বিশাখাপত্তনম: পাঁচ ম্যাচের সিরিজ়ের শুরুটাই দুরন্তভাবে করেছে ইংল্যান্ড দল (England Cricket Team)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতকে হারিয়ে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইংল্যান্ড। ২ ফেব্রুয়ারি থেকে দুই দল দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs ENG 2nd Test) খেলতে মাঠে নামছে। সেই ম্যাচে স্পিনের ফাঁদেই ভারতকে বিঁধতে আগ্রহী ইংল্যান্ড। দলের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম (Brendon McCullum) তো ম্যাচের আগেই আভাস দিয়ে রেখেছেন যে প্রয়োজনে ইংল্যান্ড চার স্পিনার নিয়েও মাঠে নামতে পারে।
ভিসা সমস্যায় প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দিতে পারেননি শোয়েব বশির (া)। তবে দ্বিতীয় টেস্টের আগে সেই জট কাটিয়ে উঠে ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন বশির। প্রথম টেস্টে ইংল্যান্ড দলের হয়ে খেলা তিন স্পিনারের পাশাপাশি পিচ স্পিন সহায়ক হলে বাশিরকে মিলিয়ে মোট চার স্পিনার নিয়ে মাঠে নামতেও যে ইংল্যান্ড দল কুণ্ঠা করবে না, সেই কথাই জানিয়ে দিলেন ম্যাকালাম।
ইংল্যান্ড কোচ ম্যাকালাম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'ও (বশির) আমাদের সঙ্গে দুবাইয়ের ক্যাম্পে ছিল এবং নিজের দক্ষতায় আমাদের সকলকেই প্রভাবিত করেছে। গোটা গ্রুপের সঙ্গে খুব ভালভাবেই মিলে মিশে গিয়েছে এবং টম হার্টলির মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলারও অল্পস্বল্প অভিজ্ঞতা রয়েছে ওর। তবে ওর দক্ষতা এখানে আমাদের সাহায্য করবে বলে আমাদের মনে হয়েছে। একদম ঠিকঠাক সময়ে ও চলেও এসেছে। সবাই ওকে মন খুলে স্বাগত জানিয়েছে। পরের টেস্ট ম্যাচে ও কিন্তু সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে। যদি পিচে প্রচুর স্পিন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা চার স্পিনার নিয়ে মাঠে নামতেও পিছপা হব না।'
একদিকে যেখানে ইংল্য়ান্ড দলে বশির যোগ দিলেন সেখানে বিরাট কোহলির টেস্ট সিরিজ় খেলা নিয়ে সংশয়। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) খেলতে না পারলেও, আশা করা হয়েছিল সিরিজ়ের বাকি তিন টেস্টে কোহলিকে খেলতে দেখা যাবে। তবে ভারতের তারকা ব্যাটারের গোটা সিরিজ় খেলা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল।
বিরাট কোহলি ঠিক কী কারণে প্রথম দুই টেস্টে খেলেননি, তা বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি। কোহলিকে এই সময় জল্পনা-কল্পনা থেকে দূরে রাখার জন্যও অনুরোধ করে ভারতীয় বোর্ড। এই সময়কালে সোশ্যাল মিডিয়া বা কোথাওই কোহলির দেখা মেলেনি। এক বিসিসিআই সূত্র দাবি করেন কোহলি এখনও বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তিনি মাঠে ফিরতে প্রস্তুত কি না সেই বিষয়ে কিছুই জানাননি। তাই বাকি তিন টেস্টেও তাঁর অংশগ্রহণ ঘিরে প্রবল অনিশ্চয়তা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: চোট সারাতে এনসিএ-তে পৌঁছলেন জাডেজা, কবে ফিরবেন মাঠে?