কলকাতা: ফুটবল মাঠে ইদানীং লাল-হলুদকে বারবার ছাপিয়ে যাচ্ছে সবুজ-মেরুন শিবির । ক্রিকেটের মাঠেও যেন সেই ছবি । স্থানীয় ক্রিকেটের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান । সেই সঙ্গে জায়গা করে নিল সিএবি আয়োজিত জে সি মুখোপাধ্যায় টি-২০ টুর্নামেন্টের সেমিফাইনালে ।
শনিবার দেশবন্ধু পার্কে কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইস্টবেঙ্গলকে ৯ রানে হারিয়ে দিল মোহনবাগান (Mohun Bagan vs East Bengal) । প্রথমে ব্যাট করে মোহনবাগান ১৯.২ ওভারে ১৫৩ রানে অল আউট হয়ে যায় । সৌরভ হালদার ৪০ ও রণজ্যোৎ সিংহ খইরা ৩১ রান করেন । ইস্টবেঙ্গলের হয়ে বল হাতে মাত্র ২৬ রান খরচ করে ৪ উইকেট নেন । বাঁহাতি পেসার সবুজ-মেরুন ব্যাটারদের বেশ বিব্রত করেন ।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৪/৯ স্কোরে আটকে যায় ইস্টবেঙ্গল । অভিষেক দাস সর্বোচ্চ ৩৪ রান করেন । সন্দীপন দাস ৩৩ রান করেন । শেষ দিকে চালিয়ে খেলে ৮ বলে ২২ রান করলেও ইস্টবেঙ্গলকে জেতাতে পারেননি ঋত্বিক চট্টোপাধ্যায় । মোহনবাগানের হয়ে অনুরাগ তিওয়ারি, প্রদীপ কুমার ও এস যাদব ২টি করে উইকেট নেন ।
সেমিফাইনালে মোহনবাগানের সামনে ভবানীপুর । যারা আর একটি কোয়ার্টার ফাইনালে খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে । প্রথমে ব্যাট করে খিদিরপুর স্পোর্টিং ক্লাব ২০ ওভারে মাত্র ১০৫/৮ স্কোরে আটকে যায় । সমীক কর্মকার সর্বোচ্চ ৩৪ রান করেন । রাজকুমার পাল, দীপক কুমার, প্রদীপ্ত প্রামাণিক ও জেসাল কাড়িয়া ২টি করে উইকেট নেন ।
রান তাড়া করতে নেমে মাত্র ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে ভবানীপুর ক্লাব । শাকির হাবিব গাঁধী ৫৭ রান করেন । জয়জিৎ বসু ২৪ ও আমির গনি অপরাজিত ২০ রান করেন ।
জে সি মুখোপাধ্যায় টি-২০ টুর্নামেন্টের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে টাউন ক্লাব ও কালীঘাট ক্লাব । শনিবার তপন মেমোরিয়াল ক্লাবকে ৭ উইকেটে হারাল কালীঘাট । বড়িশা স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারায় টাউন ক্লাব । ম্যাচ দেখতে হাজির হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ও । তবে তাঁর ক্লাব হিসাবে পরিচিত বড়িশা স্পোর্টিংয়ের দৌড় থেমে গেল কোয়ার্টার ফাইনালেই ।