কলকাতা: হাতে আর মাত্র দিন চারেক সময়। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিএবি-র (CAB) স্থানীয় ক্রিকেটের ক্রিকেটারদের রেজিস্ট্রেশন ও দলবদল। যা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। শুক্রবার ঘর গুছিয়ে নিল ময়দানের তিন প্রধানের অন্যতম মহমেডান স্পোর্টিং ক্লাব (Md. Sporting Club), খিদিরপুর স্পোর্টিং ক্লাব।

ক্রিকেটারদের দলবদল ও রেজিস্ট্রেশনের দ্বাদশ দিনে মোট ১৯৮ জন ক্রিকেটার ক্লাবে নাম নথিবদ্ধ করালেন। ২০২৫-২০২৬ মরশুমে কারা কোন ক্লাবে খেলবেন, ঠিক হয়ে গেল।

মোহনবাগান ক্লাব থেকে খিদিরপুর স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন শুভঙ্কর বল। টাউন ক্লাব থেকে খিদিরপুর স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন সন্দীপ কুমার তোমর। এছাড়া কালীঘাট ক্লাব থেকে খিদিরপুর স্পোর্টিংয়ে যোগ দিলেন অরুণ চাপরানা।

আকাশ ঘটক ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে যোগ দিলেন এরিয়ান ক্লাবে। প্রমোদ চাণ্ডিলা কালীঘাট ক্লাব থেকে যোগ দিলেন খিদিরপুর স্পোর্টিংয়ে। স্থানীয় ক্রিকেটে বল হাতে নজর কাড়া সক্ষম চৌধুরী টাউন ক্লাব থেকে যোগ দিলেন মহমেডান স্পোর্টিংয়ে।

ফাইনালে বাংলার অনূর্ধ্ব ১৯ দল

জিসিএ-রিলায়েন্স অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল বাংলা। শুক্রবার আমদাবাদের রেলওয়ে মাঠে সেমিফাইনালে গোয়াকে ৩২ রানে হারিয়ে দিল বাংলা। বাংলার জয়ের নায়ক রোহিত। দুই ইনিংস মিলিয়ে তিনি নিলেন ১১ উইকেট। প্রতিপক্ষ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন তিনি।

প্রথম ইনিংসে ২২৯ রান তুলেছিল বাংলা। গোয়ার প্রথম ইনিংস শেষ হয় ২২৮ রানে । প্রথম ইনিংসের লিড পায় বাংলা। দ্বিতীয় ইনিংসে বাংলা তোলে ২১৫ রান। অঙ্কিত চট্টোপাধ্যায় ৬৮ রান করেন । রান তাড়া করতে নেমে ৬০.১ ওভারে ১৮৪ রানে শেষ হয়ে যায় গোয়া । ম্যাচের তৃতীয় তথা শেষ দিনে শেষ হাসি বাংলার । রোহিতের পাশাপাশি তিন উইকেট নেন সায়ন পাল । রবিবার ফাইনালে বাংলার সামনে গুজরাত ।

রোহিত-আয়ূষের হাফসেঞ্চুরি

অনূর্ধ্ব ২৩ পুরুষদের আন্তঃরাজ্য মাল্টি ডে মিটে সিএপি প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে ২৫০ রান তুলল বাংলা। পুঁদুচেরিতে সিয়েচেম ট্রফিতে শুক্রবার  বাংলার হয়ে হাফসেঞ্চুরি করলেন রোহিত রান (৫৩ রান) ও আয়ূষ কুমার সিংহ (৫২ রান)। পাশাপাশি রান পেয়েছেন মিলিন্ড মণ্ডল (৩৯ রান), আনাস আলি খান (৩৯ রান) ও সৌম্যদীপ মান্না (৩০ রান)। সিএপি প্রেসিডেন্ট একাদশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বিকাশ কুমার গুপ্ত ও নমন।