সিডনি: আগামী মাসেই বর্ডার-গাওস্কর (Border-Gavaskar Trophy 2024) ট্রফি শুরু। ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পারথে হতে চলেছে প্রথম টেস্ট। নিঃসন্দেহে চলতি বছরের সবচেয়ে হাইভোল্টেজ টেস্ট সিরিজে খেলতে নামবে ২ দলই। কিন্তু সিরিজের আগেই বড় খাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। এখনও সরকারিভাবে জানানো না হলেও বিশ্বজয়ী অলরাউন্ডারকে ছাড়াই হয়ত ভারতের বিরুদ্ধে খেলতে নামবে অজি ব্রিগেড। সূত্রের খবর, ক্যামেরন গ্রিন হয়ত ছিটকে গিয়েছেন বর্ডার-গাওস্কর ট্রফি থেকে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকেই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে তাঁর খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। 


প্রথমে শোনা যাচ্ছিল যে অলরাউন্ডার গ্রিনকে হয়ত পাওয়া যাবে না। সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে নামবেন ডানহাতি এই দীর্ঘকায় অজি তারকা। কিন্তু এবার শোনা যাচ্ছে অপারেশন হতে পারে গ্রিনের। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগ ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রুকনার জানিয়েছিলেন যে পিঠের চোট এমন ধরণের গ্রিনের যে ওঁর পক্ষে বল করা রীতিমত কঠিন। আর সম্পূর্ণ ফিট হয়ে ওঠার আগে পর্যন্ত মাঠে নামা কোনওভাবেই সম্ভব নয় গ্রিনের। 


ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার সময়ই দেশে ফিরে এসেছিলেন গ্রিন। এরপর থেকেই মাঠের বাইরে অজি তারকা। নভেম্বরে বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় এ দলের বিরুদ্ধেও প্রস্তুতি ম্য়াচ রয়েছে। সেখানে আদৌ খেলতে পারবেন কি না তা বোঝা যাচ্ছে না। উল্লেখ্য, অস্ট্রেলিয়া টেস্ট দলের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্যামেরন গ্রিন। সেক্ষেত্রে প্রথম দুটো ম্য়াচে না খেললেও পরের তিনটি ম্য়াচে হয়ত মাঠে ফিরতে পারেন গ্রিন।


এর আগের দুটো বর্ডার-গাওস্কর ট্রফিতেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমেও বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম সিরিজে বিরাট কোহলির নেতৃত্বে ও পরে অজিঙ্ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতে ভারত। তবে সেই দুটো সিরিজেই দলে ছিলেন ২ অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। তবে এবার ওয়ার্নার নেই। ফলে স্মিথকেই ওপেনিংয়ে দেখতে চাইছেন ওয়াটসন। তিনি বলেন, ''আমি মনে করি স্মিথের সেই অভিজ্ঞতা রয়েছে। ও নিজেকে চার নম্বর স্লট দেখাটাই পছন্দ করে। কিন্তু আমি ওকে ওপেনিংয়েই দায়িত্ব নিয়ে খেলুক, এটাই দেখতে চাই।'' এখন দেখার স্টিভ স্মিথকে ওপেনিং স্লটে দেখা যায় কি না।