নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি। তবে মরুদেশে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। চার বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে তাঁকে কুরুচিকর মন্তব্যের সম্মুখীন হতে হয়। এবার পারফর্ম করা সত্ত্বেও বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। তাঁকে 'ক্রিমিনাল'-র তকমা পর্যন্ত দেওয়া হয়েছে। কারণ যদিও সম্পূর্ণ ভিন্ন। এবার সেই বিতর্ক নিয়েই শামির পরিবারের সদস্য মুমতাজ মুখ খুললেন।
ঘটনাটা ঠিক কী? চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ শামির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ছবিতে শামিকে দেখা যাচ্ছে বোতল থেকে জলপান করতে। সেই ছবি দেখে কট্টরপন্থীদের অনেকে তোপ দেগেছেন শামির দিকে। বলাবলি শুরু হয়েছে, রোজা পালন করছেন না মুসলিম শামি। মুমতাজ এই সমালোচনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'ওঁ তো দেশের হয়ে খেলছেন। কত পাকিস্তানি ক্রিকেটারও তো খেলার সময় রোজা রাখেন না। এটা তো নতুন কিছু নয়। আমরা ওঁকে বলব এসব বিতর্কে কান দেওয়ার কোনও প্রয়োজন নেই। ৯ মার্চের (চ্যাম্পিয়ন্স ট্রফি) ম্যাচের দিকে মন দিক ওঁ।'
শামিকে রমজান পালন না করায় সর্বভারতীয় মুসলিম জামাতের সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রাজ়ভি তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি শামির মতো একজন ক্রিকেটারকে সকলেই দেখেন। তিনি খেলতে পারছেন মানে সুস্থ এবং তা সত্ত্বেও 'রোজা' না রাখাটা তাই নিঃসন্দেহেই বড় দোষ। তবে শিয়াদের গুরু মৌলানা ইয়াসুব আব্বাসের দাবি অনুযায়ী এই সমালোচনার গোটাটাই প্রচারের আলোয় আসার প্রচেষ্টা মাত্র। তিনি বলেন, 'শামির বিরুদ্ধে বারেলির মৌলানা যা বিবৃতি দিয়েছেন, তা প্রচারের আলোয় আসার প্রচেষ্টামাত্র। যদি কোনও প্রাপ্তবয়স্ক মুসলিম রোজা না রাখেন, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত ব্যর্থতা। রমজানের সময় তো আরও কত কেউ উপবাস করছেন না, তাঁদের কেন কিছু বলছেন না ওঁ।'
সর্বভারতীয় মুসলিম ল বোর্ডের অংশ মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালিও কিন্তু শামির পক্ষেই সওয়াল করেছেন। তাঁর দাবি যেহেতু শামি খেলছেন, তাই তিনি 'রোজা' নাও রাখতে পারেন। 'রমজানের মাসে সকল মুসলিমের রোজা রাখাটা বাধ্যতামূলক। তবে আল্লাহ কোরানে স্পষ্টভাবে জানিয়েছেন যে কেউ যদি সফর করেন বা তাঁর শরীর খারাপ থাকে, তাহলে সে রোজা পালন নাও করতে পারেন। এক্ষেত্রে শামি তো সফরে রয়েছেন, তাই ওঁ রোজা পালন নাও করতে পারেন। কারুরুই ওঁর দিকে আঙুল তোলার অধিকার নেই।' দাবি তাঁর।
তবে মাঠের বাইরে যাই বিতর্ক হোক, সকল ভারতবাসীই কিন্তু চাইবেন মাঠে রবিবার শামি যেন নিজের সেরাটা দেন। তিনি ভারতকে আরও একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য় করতে পারেন কি না, সেটাই এবার দেখার।
আরও পড়ুন: অজ়িদের হারিয়েই স্ত্রীর উদ্দেশে 'ফিস্ট পাম্প', ভাইরাল বিরাট-অনুষ্কার মিষ্টি মুহূর্তের ভিডিও