দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (ICC Champions Trophy 2025) ভারতের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে নিউজিল্য়ান্ড। ২৫ বছর পর ফের একবার এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ২ দল। ওয়ান ডে ফর্ম্য়াটে মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে, কে পিছিয়ে? ইতিহাস কী বলছে, একবার দেখে নেওয়া যাক -

ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড পরস্পর মুখোমুখি হয়েছে ১১৯ ম্য়াচে। ভারত ৬১ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। ৫০ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। ১টি ম্য়াচ টাই হয়েছে। খেলার ফল হয়নি ৭টি ম্য়াচে। তবে আইসিসি ইভেন্টে কিন্তু ভারত কিছুটা পিছিয়ে রয়েছে নিউজিল্য়ান্ডের থেকে। 

ওয়ান ডে বিশ্বকাপ: এখনও পর্যন্ত ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ভারত ও নিউজিল্যান্ড মোট ১০ বার মুখোমুখি হয়েছে একে অপরের। কিউয়িরা পাঁচবার জয় ছিনিয়ে নিয়েছে। একটি ম্য়াচের কোনও ফল হয়নি। ৪টি ম্য়াচে ভারত জিতেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: কুড়ির ফর্ম্য়াটে এখনও পর্যন্ত দুটো দেশ তিনবার মুখোমুখি হয়েছে। এখানে নিউজিল্য়ান্ড জয়ের হ্যাটট্রিক করেছে। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত ও নিউজিল্য়ান্ড মোট পাঁচবার মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত। ভারত শুধুমাত্র একটি ম্য়াচেই জয় ছিনিয়ে নিতে পেরেছে। কিউয়িরা তিনটি ম্য়াচে জয় পেয়েছে। দুটো ম্য়াচ ড্র হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি: এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারত ও নিউজিল্য়ান্ড মাত্র একবার আমনে সামনে হয়েছে। ২০০০ সালে সেই সাক্ষাতে নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছিল। ২৫ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দুটো দল মুখোমুখি হতে চলেছে। 

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। ম্য়াচের পর স্যান্টনার বলেন, ''আমার মনে হয় আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী একটা দলের বিরুদ্ধে দুর্দান্ত ম্য়াচ জিতলাম। তবে আপাতত দুবাইয়ে আমাদের সবার নজর। সেখানে এর আগে ভারতের বিরুদ্ধে লিগের ম্য়াচে আমরা খেলেছি। আশা রাখব ফাইনালেও আমরা দারুণ পারফর্ম করতে পারব।'' লিগে ভারতের বিরুদ্ধে ম্য়াচে ৪৪ রানে হারতে হয়েছিল কিউয়িদের। সে কথা যদিও মনে রাখতে চাইছেন না কিউয়ি অধিনায়ক। তিনি বলছেন, ''আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব। ফাইনালে খেলতে নামছি। তাই পুরনো ম্য়াচের ফলের কথা ভেবে লাভ নেই। ম্য়াচে প্রথমে ব্য়াটিং করে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করাটাই আমাদের লক্ষ্য থাকে।''