দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালের আগে আচমকা উদ্বেগের মেঘ তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে। শনিবার, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের আগের দিন প্র্যাক্টিসে ব্যাটিং করার সময় হাঁটুতে বলের আঘাত পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যিনি চলতি টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছেন। কোহলিকে সঙ্গে সঙ্গে প্র্যাক্টিস থামিয়ে চোট পাওয়া হাঁটুর শুশ্রূষা করাতে হয়। ফিজিও এসে তাঁর হাঁটুতে মোটা করে স্ট্র্যাপ করে দেন।
তারপর থেকেই জোর জল্পনা, ফাইনালে রবিবার আদৌ মাঠে নামতে পারবেন তো কিংগ কোহলি? তিনি না খেলা মানেই ম্যাচের আগে ভারতের মনোবল বিরাট ধাক্কা খাবে, বলার অপেক্ষা রাখে না।
তবে রবিবার ম্যাচের দিন সকালে ভারতীয় শিবির থেকে পাওয়া গেল বড় আপডেট। জানানো হল, কোহলি ফিট। তাঁর খেলতে কোনও সমস্যা হবে না। যা জানার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে লিগের ম্য়াচে সেঞ্চুরি করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। ফাইনালের আগে শনিবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্য়াকাডেমিতে অনুশীলন সারছিল ভারতীয় দল। গোটা টুর্নামেন্টেই ভারত তাদের ম্য়াচগুলো দুবাইয়ে খেলছে। আর আইসিসি অ্য়াকাডেমিতেই নিজেদের অনুশীলন সারছে ভারতীয় দল। সেখানেই অনুশীলনের সময় চোট পান কোহলি।
এদিকে ফাইনালে কোহলির ব্যাট চললেই তিনি ভেঙে দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি গোটা কেরিয়ারে মোট ৪ বার আইসিসি ওয়ান ডে ইভেন্টের ফাইনাল খেলেছেন। ব্যাট হাতে দুই ইনিংসে তিনি ১৪১ রান করেছেন। ব্যাটিং গড় ৭০.৫। এছাড়া তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি।
ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে বিরাট কোহলি মোট ৪ বার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছেন। চার ফাইনালে কোহলি মোট ১৩৭ রান করেছেন। ব্যাটিং গড় ৩৪.২৫। একটি হাফসেঞ্চুরি করেছেন কিংগ কোহলি।
আরও পড়ুন: ২৫ বছর পর সৌরভদের শাপমোচন হবে রোহিত-কোহলিদের হাত ধরে? ম্যাচের লাইভ আপডেট