রাওয়ালপিণ্ডি: গোড়ালির চোটের জন্য তাঁর দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। বাধ্য হয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। নিজের পায়ে দাঁড়াতে লড়াই করতে হয়েছে। এমনকী, ক্রাচ নিয়েও হেঁটেছেন দীর্ঘদিন। তাঁর ক্রাচ নিয়ে হাঁটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন।


মাত্র ৬ মাস পরেই সেই ইব্রাহিম জাদ্রান (Ibrahim Zadran) ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছেন। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেললেন জাদ্রান। গড়েছেন রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের নজির।


৬ মাসের বেশি সময় ওয়ান ডে ক্রিকেট খেলেননি জাদ্রান। দিন কয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা গিয়েছিল ইব্রাহিম জাদ্রানের রিহ্যাবের। সেপ্টেম্বর মাসে গোড়ালির অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতালে তিনি শুয়ে রয়েছেন সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। দুরন্ত ইনিংস খেলার পরে আফগানিস্তানের তারকা ক্রিকেটার ইব্রাহিম জাদ্রান জানিয়েছেন, অস্ত্রোপচারের সাত মাস পরে মাঠে ফেরা কতটা কঠিন।


আফগান তরুণ বুধবার ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন। ইংরেজদের বিরুদ্ধে ১২টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। জাদ্রানের জন্যই আফগানিস্তান ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ৩২৫ রান করে। জবাবে ৩১৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।


আরও পড়ুন: শীর্ষে শুভমনই, প্রোমোশন কোহলির, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে বিরাট প্রাপ্তি ভারতের


প্রথম আফগান ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন জাদ্রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের কীর্তি গড়েছিলেন বেন ডাকেট। চলতি টুর্নামেন্টেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাকেটের ১৬৫ রানের রেকর্ড অবশ্য ভেঙে গেল এক সপ্তাহের মধ্যে। ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬২ রান ছাপিয়ে এবার ১৭৭ করলেন জাদ্রান। কার্যত একা হাতে টানলেন আফগানিস্তান ইনিংসকে। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি জাদ্রান। কাগিসো রাবাডার বলে মাত্র ১৭ রান করে ফিরে যান তিনি। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আফগান তারকা স্বমেজাজে। ৬৫ বলে হাফসেঞ্চুরি করেন জাদ্রান। ততক্ষণে অবশ্য আফগানিস্তান হারিয়েছে রহমনউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল এবং রহমত শাহের উইকেট। এই তিন ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি। ৩ উইকেটে ৩৭ থেকে জাদ্রান ও হাশমাতুল্লা শাহিদি ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। আফগান ইনিংসের ৩৭তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে খুচরো রান নিয়ে সেঞ্চুরি করেন জাদ্রান। 


মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেননি জাদ্রান। গোড়ালির চোটে কাবু হয়ে পড়েছিলেন তিনি। তাঁর অস্ত্রোপচার হয় সেপ্টেম্বরে। সেই জাদ্রানই বুধবারের নায়ক।


আরও পড়ুন: ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?