দুবাই: মরুদেশে টিম ইন্ডিয়ার দাপট অব্যাহত। আইসিসি নক আউটে বরাবরের শক্ত গাঁট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) দুরন্তভাবে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। সেই জয়ের পরে ভারতীয় দলের সাজঘরের উচ্ছ্বাসের ছবিটা ছিল দেখার মতো। কিন্তু ম্যাচ শেষের ঠিক আগের এক ঘটনা সকলের নজর কেড়ে নেন।
বিরাট কোহলি ৮৪ রানের অনবদ্য ইনিংসে ভারতীয় দলের জয়ের ভিত গড়ে দিলেও, তিনি ম্যাচ শেষ করে আসতে পারেননি। তবে চাপ কাটিয়ে জয় মোটামুটি নিশ্চিত হতেই ভারতীয় সাজঘরের দৃশ্যটা বদলে যায়। প্রতিটি শটের সঙ্গে আরও বেশি বেশি উৎফুল্ল দেখায় বিরাট কোহলিকে (Virat Kohli)। ম্যাচের শেষবেলায় হার্দিক পাণ্ড্য বড় শট মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরায় তাঁকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান বিরাট কোহলি। এরপরেই রবীন্দ্র জাডেজা মাঠে নামলে খানিক দূরে বসে থাকা রোহিত শর্মার উদ্দেশে কোহলিকে বলতে শোনা যায়, 'ও তো ছক্কাই মারতে যাচ্ছে।'
যেমন কথা তেমনই কাজ। কেএল রাহুল গ্লেন ম্যাক্সওয়েলের বলে এক অনবদ্য ছক্কা হাঁকিয়ে চার উইকেটে ভারতীয় দলের জয় সুনিশ্চিত করেন। রাহুলের শট স্ট্যান্ডে আছড়ে পড়তেই গোটা ভারতীয় সাজঘর উচ্ছ্বাসে লাফিয়ে উঠে। বিরাট, রোহিত, হার্দিকরাও একে অপরকে জড়িয়ে ধরেন। দুরন্ত ইনিংসের জেরে বিরাটকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষ অধিনায়ক স্টিভ স্মিথও। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেন, 'মতান্তরে রান তাড়া করার বিষয়ে সর্বকালের সবথেকে দক্ষ ব্যাটার ও। আমাদের বিপক্ষেই তো রান তাড়া করে ও দেশকে কতই না ম্যাচ জিতিয়েছে। ইনিংসের গতিটা দারুণভাবে নিয়ন্ত্রণে রাখে ও। আর শেষের দিকে তো রাহুল এবং হার্দিক ম্যাচ বের করে নিয়ে যায়। আমরা ম্যাচটা যত সম্ভব টেনে নিয়ে গিয়েছি। তবে ওরা দারুণভাবে রান তাড়া করেছে।'
এবার অপেক্ষা রবিবাসরীয় ফাইনালের। ভারত জয়ের হাসি হাসতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: ফিটনেস নিয়ে উদ্বেগ অতীত, কোন সাফল্যমন্ত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি কাঁপাচ্ছেন মহম্মদ শামি?