দুবাই: দীর্ঘ সময় চোটের কবলে থাকার পরে এ বছরের শুরুতেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025,) থেকে যশপ্রীত বুমরা ছিটকে যাওয়ার পর ভারতীয় দলের সবথেকে অভিজ্ঞ ফাস্ট বোলার হিসাবে শামির ওপরই দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়ভার এসে পড়ে। তবে অনেকেই কিন্তু তাঁর ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বল হাতে নিজের দুরন্ত পারফরম্যান্সে যে শামি তাঁদের আশ্বস্ত করছেন, তা বলাই বাহুল্য।
তারকা ফাস্ট বোলার ভারতের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। ওয়ান ডে ক্রিকেটে নিজের দু'শো উইকেটও নিয়ে ফেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের সেমিফাইনালে ফের একবার বল হাতে আগুন ঝরান তিনি। ৪৮ রান খরচ করে ভারতের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন মহম্মদ শামি। তিনিই যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। স্টিভ স্মিথদের বিরুদ্ধে কী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন শামি?
শামি ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় পিচ এবং পরিবেশকে বোঝা এবং তার সঙ্গে মানিয়ে নেওয়ার ওপরেই প্রাধান্য দেন। তিনি বলেন, 'সবার আগে পরিবেশটা বোঝা প্রয়োজন। একই মাঠে খেলছি, তাই পিচের চরিত্রটাও বুঝতে হবে। তাই চাইলে পিচের বিষয়ে একটা ধারণা পাওয়া যায়। আমি সবসময় পিচের কথা মাথায় রেখে সেই অনুযায়ীই অনুশীলন সারি। তাই ম্যাচ আর নেটের মধ্যে খুব বেশি কিছু বদল থাকে না। যতটা সম্ভব সব জিনিসপত্র আমি সহজ সাধারণ রাখার চেষ্টা করি।'
একই মাঠে নিজেদের সব ম্যাচ খেলছে ভারতীয় দল। দুবাইয়ে একাধিক ম্যাচ খেলায় তিনি লাভবান হয়েছেন কি না জিজ্ঞেস করা হলে শামি বলেন, 'হ্যাঁ, সুবিধা তো হয়ই। পিচ, পরিবেশের বিষয়ে অবগত হওয়া যায়। উদাহরণস্বরূপ আজ যেমন তাপমাত্রা তুলনামূলক কম ছিল। তাই সেই অনুযায়ী নিজের বোলিংকেও মানিয়ে নিতে হয়। এক মাঠে সব ম্যাচ খেলাটা নিঃসন্দেহেই একটা প্লাস পয়েন্ট।'
তবে এই তত্ত্ব আবার ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর খারিজ করে দিয়েছেন। তাঁর মতে, 'কীসের বাড়তি সুবিধা? আমরা আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করি। সেখানের পরিস্থিতি তো মাঠের পরিস্থিতি থেকে সম্পূর্ণ ভিন্ন। কিছু কিছু লোকের স্বভাব সবকিছু নিয়েই কথা বলা। তাঁদের নিজেদের বদলানো উচিত।'
প্রথম দল হিসাবে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এবার লক্ষ্য নাগাড়ে দ্বিতীয় আইসিসি ট্রফিজয়। শামির সেই স্বপ্নপূরণ করতে পারেন কি না, এবারে সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: 'রান তাড়া করার ব্যাপারে সবথেকে দক্ষ', ম্যাচ হেরেও কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্টিভ স্মিথ