মুম্বই: টি-২০ ক্রিকেটে তিনি টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা । ওয়ান ডে ক্রিকেটেও অভিষেক ঘটিয়েছেন । ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে । তাঁর হাতে ওয়ান ডে ক্যাপ তুলে দিয়েছিলেন স্বয়ং হিটম্যান রোহিত শর্মা । হর্ষিত রানার সঙ্গে একই ম্যাচে ওয়ান ডে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ।
তবে অনেককে হতবাক করে দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে । তবে বসে থাকতে নারাজ যশস্বী । নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে খেলবেন তিনি । জয়সওয়ালকে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা সেমিফাইনালের জন্য অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন মুম্বই দলে রাখা হয়েছে ।
আরও পড়ুন: আইপিএলের আগে চমক রাজস্থান রয়্যালসের, বাংলার প্রাক্তন কোচের হাতে স্পিনারদের দায়িত্ব
জয়সওয়াল প্রাথমিকভাবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির নকশায় ছিলেন । তিনি বাকি রঞ্জি ট্রফিতে খেলতে পারবেন না বলেই মনে করা হয়েছিল । ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে তাঁর ওয়ান ডে অভিষেক হয়েছিল । যদিও পরের দুটি ম্য়াচে তাঁকে বিরাট কোহলিকে খেলানোর জন্য তাঁকে বেঞ্চে বসতে হয় ।
মঙ্গলবার জয়সওয়ালকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয় । তাঁর পরিবর্তে একজন বাড়তি স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছে । তবে তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে । আরও দুজনের সঙ্গে । যার অর্থ, টুর্নামেন্টের মাঝপথে কেউ চোট পেলে যশস্বীকে নেওয়া হতে পারে ।
মুম্বই রঞ্জি ট্রফির সেমিফাইনালের দলে অলরাউন্ডার শিবম দুবেকেও অন্তর্ভুক্ত করেছে । তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিন সদস্যের নন-ট্রাভেলিং রিজার্ভের অংশ । পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও মুম্বই দলে জায়গা ধরে রেখেছেন ।
জয়সওয়াল এর আগে রোহিত শর্মার পাশাপাশি জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জি ট্রফি ম্যাচে উপস্থিত ছিলেন । যদিও সেই ম্যাচে তিনি দুই ইনিংসেই ব্যর্থ হন । সেই ম্যাচে মুম্বইকে হারিয়ে ইতিহাস গড়ে জম্মু ও কাশ্মীর ।
আরও পড়ুন: উদাহরণ তৈরি করলেন গম্ভীর, চোখ, কিডনি-সহ আর কোন অঙ্গদানের অঙ্গীকার?