মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবারই আমদাবাদের নরেন্দ্র মোদি দুই চিরপ্রতিদন্দ্বী একে অপরের বিরুদ্ধে মাঠে নেমে পড়বে। বিশ্বকাপে (ODI World Cup 2023) মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। তবে সেই ম্যাচে তারকা ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে দেখা যাবে না। ডেঙ্গির কবলে পড়েছেন হর্ষ ভোগলে (Harsha Bhogle)।


'ভয়েস অফ ক্রিকেট' নামে পরিচিত হর্ষ ভোগলে নিজেই নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ তাঁর ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি জানান যে ডেঙ্গি কারণে তিনি অত্যন্ত দুর্বল এবং তাঁর ইমিউনিটিও অনেকটা কমে যাওয়ায় তিনি ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দিতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে ব্রডকাস্ট কর্মী এবং তাঁর সহকর্মীরা ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয়ার্ধে বাড়তি দায়িত্ব নেওয়ায় তাঁদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি হর্ষ। 


তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, '১৪ তারিখ ভারত-পাকিস্তানের ম্যাচে উপস্থিত থাকতে না পারায় আমি খুবই হতাশ। আমার ডেঙ্গি হয়েছে এবং তার ফলে আমি দুর্বল হয়ে পড়েছি, ইমিউনিটিও কমে গিয়েছে, যার ফলে এই ম্যাচে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব নয়। আশা করছি ১৯ তারিখের ম্যাচে আমি ফিরতে পারব। আমার সহকর্মী এবং ব্রডকাস্ট কর্মীরা খুবই সহায়তা করছেন, আমার জন্য ওদের বাড়তি চাপ নিতে হচ্ছে। আমি সামনাসামনি দেখা করে ওদের সকলকে ধন্যবাদ জানানোর জন্য মুখিয়ে রয়েছি।' 


 






ভারতীয় দল বৃহস্পতিবার, ১৯ অক্টোবর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে। সেই ম্যাচেই কমেন্ট্রি বক্সে ফেরার কথা জানিয়েছেন হর্ষ ভোগলে। তবে সেই ম্যাচের আগে আপাতত শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২২ গজের লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চার দশকের পরিষেবার প্রতিদান, সাজঘর সহায়ককে জার্সি উপহার দিল টিম ইন্ডিয়া