নয়াদিল্লি: চার দশক ধরে নিষ্ঠাভরে নিজের কাজ করে চলেছেন বিনোদ কুমার। এবার সেই পরিষেবার প্রতিদান পেলেন বিনোদ। অরুণ জেটলি স্টেডিয়ামের (Arun Jaitley Stadium) সাজঘর সহায়ক বিনোদ কুমারের হাতে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি উপহার দেওয়া হল ভারতীয় ক্রিকেট দলের তরফে।


রাজধানী নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবাপর, ১১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচের পরেই সাজঘরে বিনোদ কুমারের হাতে এক বিশেষ জার্সি তুলে দেওয়া হয় টিম ইন্ডিয়ার তরফে। আফগানিস্তান ম্যাচই সাজঘর সহায়ক হিসাবে বিনোদের শেষ দিন ছিল। সেইদিনেই তাঁর চার দশকের পরিষেবাকে সম্মান জানাতে এক সই করা জার্সি টিম ইন্ডিয়ার তরফে উপহার দেওয়া হয়। টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং নয়াদিল্লির ঘরের ছেলে বিরাট কোহলি (Virat Kohli) তাঁর হাতে এই বিশেষ জার্সি তুলে দেন। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়। 


 






ম্যাচে ভারতীয় দল কিন্তু দুরন্ত পারফর্ম করে। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়ার দাপট অব্যাহত। আফগানদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। সৌজন্যে যশপ্রীত বুমরার বোলিং এবং অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং। বুমরার চার উইকেট আফগানদের ২৭২ রানে সীমাবদ্ধ রাখে। এরপর ব্যাট হাতে ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান রোহিত।


২৭৩ রান তাড়া করতে নেমে ১৫ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রোহিত শর্মা। একাই ১৩১ রানের ইনিংস খেললেন। অস্ট্রেলিয়া ম্যাচের পর আফগানিস্তানের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। এই ম্যাচ জয়ের ফলে পরপর ২ ম্যাচে বিশ্বকাপে জয় পেল ভারতীয় দল।  লক্ষ্য ছিল ২৭৩।  আগের ম্য়াচে ওপেনিং জুটি ফ্লপ করেছিল। গিল না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত-ঈশান জুটি। এই জুটিই সেদিন ব্য়র্থ হলেও এদিন ওপেনিং পার্টনারশিপে ১৫৬ রান তোলে ভারত। ঈশান ৪৭ রানে ফিরে গেলেও রোহিতকে থামাতে পারেননি আফগান বোলাররা। বিধ্বংসী মেজাজে অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করে মাত্র ৬৩ বলে শতরান পূরণ করেন ভারত অধিনায়ক।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারতীয় শিবিরে সুখবর, পাকিস্তান ম্যাচের আগেই অনুশীলনে ফিরলেন শুভমন গিল