নয়াদিল্লি: মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে লণ্ডভণ্ড তামিলনাড়ু (Tamil Nadu)। ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপটে স্তব্ধ চেন্নাই এবং লাগোয়া এলাকার জনজীবন। ইতিমধ্যেই আইএডি আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই ও লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ফলে উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের, চিন্তায় স্থানীয় প্রশাসনও। নিজের 'সেকেন্ড হোম'র এমন পরিস্থিতি থেকে চিন্তায় চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তারকা ক্রিকেটার মাহিশ থিকসানা (Maheesh Theekshana)।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: বিশ্বের দুই পয়লা নম্বর তারকা, এক মঞ্চে দেখা হয়ে গেল শুভমন-শীতলের