মেলবোর্ন: তিনি নিয়মিত ভারতীয় সিনেমা দেখেন। একটা সময় সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে আইপিএলে খেলেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন। দক্ষিণী সিনেমার ভক্ত ডেভিড ওয়ার্নারকে প্রায়শই বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নাচতেও দেখা যায়। ডেভিড ওয়ার্নার (David Warner) নিজে সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন।

এবার কি দক্ষিণী সিনেমাতেও নামতে চলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার? 

শনিবার সেই জল্পনাই চলল দিনভর। গুঞ্জনের কারণ মেলবোর্নে ওয়ার্নারের কিছু ছবি। যেখানে বাঁহাতি ব্যাটিং তারকাকে দেখা যাচ্ছে শ্যুটিং করতে। হাতে রিভলবার। সাদা ট্রাউজার্স। স্লিভ গুটিয়ে পরা প্রিন্টেড ফুলশার্ট। চোখে সানগ্লাস। সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়, পুষ্পা টু-য়ে থাকছেন ওয়ার্নার। অভিনয় করবেন অল্লু অর্জুনের সুপারহিট সিনেমার সিক্যুয়েলে।

আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা

তেলুগু সিনেমার প্রতি ওয়ার্নারের ভালবাসা সর্বজনবিদিত। পুষ্পা সিনেমার জনপ্রিয় গান শ্রীবল্লির তালে নেচে ভক্তদের মন জিতেছেন। এমনকী, আইপিএলে কিংবা ভারতের মাটিতে গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সময়ও অস্ট্রেলিয়ার ম্যাচ থাকলে মাঠের সাউন্ড সিস্টেমে বেজে উঠত শ্রীবল্লি গান। সঙ্গে সঙ্গে অল্লু অর্জুনের মতো স্টেপ নাচতে শুরু করতেন ওয়ার্নার। গ্যালারিতে উঠত গর্জন। হাততালির ঝড়।
 

ডেভিড ওয়ার্নার কি এবার পুষ্পা টু-তে অভিনয় করছেন? জানার জন্য উৎসুক হয়ে পড়েন ভক্তরা। সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ওয়ার্নার। তাহলে কি সিনেমায় নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন?

যদিও পরে জানা যায়, রবিনহুড সিনেমায় একটি সংক্ষিপ্ত চরিত্রে অভিনয় করছেন ওয়ার্নার। অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।                               

আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।