মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে যে তিনি বেশ বড় অঙ্ক পাবেন, তা নিশ্চিত ছিলই। কিছুদিন আগেই বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা। টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন। এবার আগামী মরশুমের উইমেন্স প্রিমিয়ার লিগের জন্য যে নিলাম, তাতেই সবচেয়ে বেশি দাম পেলেন দীপ্তি শর্মা। ইউপি ওয়ারিয়র্স দীপ্তিকে ফের দলে নিল। তাঁকে নেওয়ার ক্ষেত্রে রাইট টু ম্য়াচ কার্ড ব্যবহার করল তারা। কারণ এই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছিলেন দীপ্তি। তবে দীপ্তির দর উঠল ৩ কোটি ২০ লক্ষ টাকা।
দীপ্তির নাম যখন ডাকা হল, তখন প্রথমে কোনও দলই তাঁকে নেওয়ার আগ্রহ দেখায়নি। কিন্তু আচমকাই দিল্লি ক্যাপিটালস প্রথম দর হাঁকায়। তাঁরাই ধীরে ধীরে দীপ্তির দর ৩ কোটি ২০ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে গিয়েছিল। সেখান থেকেই রাইট টু ম্য়াচ কার্ড ব্য়বহার করে ফের একবার তারকা বিশ্বজয়ী অলরাউন্ডারকে নিজেদের দলে নিয়ে নেয় ইউপি ওয়ারিয়র্স।
বিশ্বকাপে ২১৫ রান ও ২২ উইকেট নেওয়া উত্তর প্রদেশের ক্রিকেটারের কীর্তি নিয়ে সবাই আলোচনা করেছিল। তাই এবারের উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে যে বিশাল দর উঠবে তারকা বাঁহাতিকে নিয়ে, তার আভাস মিলেছিল আগেই।
নিলামে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন যে ১০ ক্রিকেটার
দীপ্তি শর্মা (ভারত, অলরাউন্ডার), ইউপি ওয়ারিয়র্স (আরটিএম): ৩.২০ কোটি
এমেলিয়া কের (নিউজিল্যান্ড, অলরাউন্ডার), মুম্বাই ইন্ডিয়ান্স: ৩.০০ কোটি
রেণুকা সিং ঠাকুর (ভারত, বোলার), গুজরাট জায়ান্টস: ৬০ লক্ষ
সোফি একেলস্টোন (ইংল্যান্ড, বোলার), ইউপি ওয়ারিয়র্স (আরটিএম): ৮৫ লক্ষ
মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, ব্যাটার), ইউপি ওয়ারিয়র্স: ১.৯০ কোটি
লউরা উলভার্দাট (দক্ষিণ আফ্রিকা, ব্যাটার), দিল্লি ক্যাপিটালস: ১.১০ কোটি
ভারতী ফুলমালি (ভারত, ব্যাটার), গুজরাট জায়ান্টস (আরটিএম): ৭০ লক্ষ
ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া, ব্যাটার), ইউপি ওয়ারিয়র্স: ১.২০ কোটি
তবে নিলামে সবচেয়ে বড় চমক অ্য়ালিসা হিলির দল না পাওয়া। ৬ বারের বিশ্বকাপ জয়ী অজি ক্যাপ্টেন অ্য়ালিসা হিলিকে কোনও দলই নিতে চায়নি উইমেন্স প্রিমিয়ার লিগে। নিলামে তাঁর নাম ডাকার পর কোনও দলই সাড়া দেয়নি।