মুম্বই: মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের সদস্যা ২ জনেই। দীর্ঘ কয়েক বছর ধরেই একসঙ্গে জাতীয় দলে খেলছেন। জেমিমা রডরিগেজ ও স্মৃতি মন্ধানার বন্ধুত্ব দীর্ঘ দিনের। এবার নিজের প্রিয় বন্ধুর খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়ালেন জেমিমা রডরিগেজ। স্মৃতি ও পলাশের বিয়ে নিয়ে বেশ আনন্দেই ছিল গোটা শিবির। কিন্তু আচমকাই বিয়ে স্থগিত হয়ে গিয়েছে। স্মৃতির বাবার অসুস্থতা ও পলাশের স্মৃতির বান্ধবীকে করা কিছু চ্যাটের স্ক্রিনশট যার নেপথ্যে ছিল। মুহূর্তেই সবকিছু যেন তছনছ হয়ে গিয়েছে স্মৃতির জীবনে। বান্ধবী যে মানসিক ভাবে ভেঙে পড়েছেন, তা বলাই বাহুন্য। আর স্মৃতির এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানোর জন্যই বিগ ব্যাশ থেকে নাম তুলে নিয়েছেন জেমিমা রডরিগেজ।

Continues below advertisement

মহিলাদের বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের জার্সিতে খেলার কথা ছিল জেমিমার। স্মৃতির বিয়ে উপলক্ষে দিন দশেকের ছুটি নিয়ে দেশে ফিরছিলেন। কিন্তু বান্ধবীর এই পরিস্থিতিতে তিনি আর ফিরতে পারছেন না অস্ট্রেলিয়ায়। তারকা বাঁহাতি ওপেনারের পাশে দাঁড়াতে চান, মানসিকভাবে স্মৃতিকে শক্তি দিতে চান জেমিমা। তার জন্যই বিগ ব্যাশ থেকে এবার নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেমিমা।

Continues below advertisement

উল্লেখ্য, স্মৃতি ও পলাশের বিয়ের খবরের মধ্যেই কানাঘুষোয় শোনা যায়, পলাশ মুচ্ছলের সঙ্গে নাকি অন্য একজন মহিলাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্মৃতি। শুধু তাই নয়, প্রকাশ্যে চলে আসে পলাশের সঙ্গে এক নারীর চ্যাটিং ও! জানা যায়, এই নারীর নাম, মেরি ডি’কোস্টা। এই মহিলাই নাকি স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়েতে কোরিওগ্রাফি করছিলেন। সেই সূত্রেই নাকি পলাশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মেরি।

স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের মধ্যে তৃতীয় ব্যক্তির নাম আসতে, সমস্ত অনুরাগীরা আক্রমণ শুরু করেন এই মেরি ডি’কোস্টাকে। অবশেষে বুধবার মুখ খোলেন মেরি ডি’কোস্টা। বিতর্কিত ওই চ্যাটিং-এর স্ক্রিনশট তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। তবে এরপরেই তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তবে গোটা ঘটনা নিয়ে একটি পোস্ট করেছিলেন মেরি ডি’কোস্টা। সেখানে তিনি জানান, সমাজমাধ্যমে অযথাই তাঁকে আক্রমণ করা হচ্ছে। তিনি আদৌ সেই মহিলাই নন, যিনি স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়েতে কোরিওগ্রাফি করছিলেন।

আপাতত বিয়ে স্থগিত। ঘটনা যেদিকে এগোচ্ছে, তাতে আগামীতেও ২ জনের বিয়ে আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।