গুয়াহাটি: ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই লাল বলের ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলে এসেছেন গৌতম গম্ভীর। কিন্তু ফল হয়েছে ঠিক উল্টোটা। গত বছর নিউজিল্যান্ড ও এবার দক্ষিণ আফ্রিকা নিজেদের ঘরের মাঠে দু দুটো সিরিজ হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাঁর কোচিংয়েই ঘরের মাঠে গত দেড় বছরেই পাঁচটি টেস্ট হারতে হয়েছে ভারতকে। সোশ্য়াল মিডিয়া সোচ্চার হয়েছে গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরকে ছাঁটাইয়ের জন্য। ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করছেন এই দুজন, এমনটাই বক্তব্য সোশ্য়াল মিডিয়ায়।
গম্ভীর হেড কোচ হওয়ার পরে ভারতীয় টেস্ট দলের পারফরম্যান্স ক্রমাগত কমছে। গত এক বছরে ভারত, নিউজিল্যান্ডের কাছে নিজেদের মাঠে ৩-০ তে সিরিজ হেরেছে। অস্ট্রেলিয়ায় ১০ বছর পর টেস্ট সিরিজ হেরেছে। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তাঁর প্রশিক্ষণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে ২-০ কচুকাটা হল ভারত। ২৫ বছর পর ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। গম্ভীরের প্রশিক্ষণেই দেশের মাটিতে টেস্টে সর্বকালীন লজ্জার মুখোমুখি হয়েছিল ভারত। ২০২৪ সালে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের কোচ হিসেবে ফের গৌতমের ওপরই ভরসা রাখা হয় কি না, তা দেখার।