ধর্মশালা: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। ৩-১ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ৭ মার্চ থেকে ধর্মশালায় সিরিজ়ের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই সেই টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডের ঘোষণাও করে দিয়েছে বিসিসিআই। রিপোর্ট অনুযায়ী এই ম্যাচেই অভিষেক ঘটাতে চলেছেন তরুণ টপ অর্ডার ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল। 


চলতি টেস্ট সিরিজ়ে বিরাট কোহলি, মহম্মদ শামিদের অনুপস্থিতি এবং কেএল রাহুলের চোটের জেরে ইতিমধ্যেই রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল ও আকাশ দীপ, চারজন নিজের অভিষেক ঘটিয়েছেন। খবর অনুযায়ী ধর্মশালায় পঞ্চম ভারতীয় হিসাবে অভিষেক ঘটাতে চলেছেন বাঁ-হাতি টপ অর্ডার ব্য়াটার পাড়িক্কাল। কিন্তু কার জায়গায় একাদশে সুযোগ পাবেন কর্ণাটকের তরুণ ক্রিকেটার? শোনা যাচ্ছে ধর্মশালায় সম্ভবত বাদ পড়তে চলেছেন রজত পাতিদার। 


মধ্যপ্রদেশের ব্যাটার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। একটি অর্ধশতরানও আসেনি তাঁর ব্যাট থেকে। সম্ভবত তাঁর বদলেই দলে আসতে চলেছেন পাড়িক্কাল। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক এই মর্মে জানান যে যেহেতু ধর্মশালার ম্যাচটাই আইপিএলের আগে ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তাই টিম ম্যানেজমেন্ট সেই ম্যাচে পাড়িক্কালকে পরখ করে দেখে নিতে আগ্রহী।


২৩ বছর বয়সি ব্যাটার এখনও পর্যন্ত ৩১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪.৫৪ গড়ে মোট ২২২৭ রান করেছেন। চলতি মরশুমেও রঞ্জি পাড়িক্কাল দুরন্ত ছন্দে ছিলেন। পঞ্জাবের বিরুদ্ধে শতরান দিয়েই মরশুমের শুরুটা করেন তিনি। এখনও পর্যন্ত চার ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করে ফেলেছেন তিনি। রয়েছে তিনটি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও। কর্ণাটকের হয়ে নির্বাচকদের উপস্থিতিতেই তামিলনাড়ুর বিরুদ্ধে ঝাঁ-চকচকে ১৫১ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। তারপরেই জাতীয় দলে ডাক পান তিনি। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও, ধর্মশালাতেই প্রথমবার লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে পাড়িক্কালকে।  


পঞ্চম টেস্টের ভারতীয় দলরোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও আকাশ দীপ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: শ্রেয়স-ঈশান বাদ! হার্দিক কেন ঘরোয়া ক্রিকেটে খেলবেন না, প্রশ্ন তুললেন পাঠান