রাজকোট: প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দুরন্ত জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে সমতায় ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। রাজকোটে বৃহস্পতিবার থেকে দুই দল তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচে ভারতীয় একাদশে বেশ কিছু বদল ঘটতে পারে। খবর অনুযায়ী, তৃতীয় টেস্টে ভারতের হয়ে উইকেটের পিছনে দস্তানা হাতে কেএস ভারতের (KS Bharat) বদলে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) দেখা যেতে পারে।
এই সিরিজ়েই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন জুরেল। তবে প্রথম দুই টেস্টে একাদশে সুযোগ পাননি তিনি। তাঁর বদলে কেএস ভারতের ওপরই আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে সাত টেস্টে সুযোগ পেলেও ভারত ব্যাট হাতে আহামরি কিছুই করতে না পারায় জাতীয় নির্বাচকরা হতাশ। সাত টেস্টে মাত্র ২০.০৯ গড়ে ২২১ রান করেছেন। এই সিরিজ়ের দুই টেস্টে তাঁর সংগ্রহ ৯২ রান।
সেখানে ব্যাট হাতে ধ্রুব জুরেলের রেকর্ড প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভাল। ২২ বছর বয়সি জুরেল ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৪৭ গড়ে মোট ৭৯০ রান করেছেন। উত্তরপ্রদেশ তারকা ভারতীয় 'এ' দলের হয়েও রান পয়েছেন। গত মাসে ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে তিনি আমদাবাদে ৫০ রানের ইনিংস খেলেন। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধেও তিনি ৬৯ রানের ইনিংস খেলেছিলেন। তাই এবার জাতীয় দলের হয়ে তাঁকে পরখ করে দেখতে চান নির্বাচকরা।
প্রসঙ্গত, গত শনিবারই ভারতীয় নির্বাচকরা ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে। আগের দুই টেস্টের মতো আগামী তিন টেস্টেও দলে নেই বিরাট কোহলি (Virat Kohli)। ব্যক্তিগত কারণ জানিয়েই সরেছেন বিরাট, তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েই ভারতীয় শিবির থেকে বাদ রাখা হয়েছে, এমনটাই জানান হয়েছে বিসিসিআই-এর তরফে। এবার বরং রোহিত শিবিরে জায়গা করে নিলেন বাংলার এক পেসার।
শেষ তিন টেস্টের জন্য ভারতীয় দল:-
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভারত, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহ: সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ২৪ থামল জীবনের দৌড়, গাড়ি দুর্ঘটনায় মৃত বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার কেলভিন