নয়াদিল্লি: আইপিএল ২০২৪-এ ঘনঘন ২৫০ রান উঠতে দেখা গিয়েছিল। অনেকেই মনে করছিলেন এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান উঠাও সময়ের অপেক্ষা। ঠিক এমনটাই হল দিল্লি প্রিমিয়ার লিগে (DPL T20)। নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে নিজেদের ম্যাচে ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তুলল সাউথ দিল্লি সুপারস্টার্স।


সাউথ দিল্লির হয়ে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন আয়ূষ বাদোনি (Ayush Badoni) ও প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলা আয়ুষ ৫৫ বলে ১৬৫ রানের ইনিংস খেললেন। অপরদিকে বাঁ-হাতি প্রিয়াংশ নিজের ৫০ বলে ১২০ রানের ইনিংস খেললেন। তিনি এক ওভারে ছয় ছক্কাও হাঁকালেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার কোনও দল ৩০০ রানের গণ্ডি পার করল। ম্যাচে তৈরি হল একাধিক ইতিহাস।


 






 


ম্যাচে দক্ষিণ দিল্লির দলটি ১৯টি চার ও ৩১টি ছক্কা হাঁকায়। টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান করার কৃতিত্ব নেপালের দখলে মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিন উইকেটের বিনিময়ে ৩১৪ রান তুলেছিল তারা। এই বছরের আইপিএলে ৩০০ রান করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ট্র্যাভিস হেডরা ২৮৭ রানে থামেন। কিন্তু আজ বাদোনিরা থামলেন না। দ্বিতীয় দল হিসাবে বিশ ওভারের ক্রিকেটে ৩০০ রানের গণ্ডি পার করেই ফেললেন।


মূলত আয়ূষ ও প্রিয়াংশের ব্যাটে ভর করেই এই বিরাট রানের লক্ষ্য খাড়া করতে পারে সাউথ দিল্লি সুপারস্টার্স। দুইজনে মিলে মোট ২৮৬ রান যোগ করেন। এটাই বিশ ওভারের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ইনিংসে ক্রিস গেল ১৮টি ছক্কা মেরেছিলেন। তাঁর রেকর্ড ভেঙে দিলেন বাদোনি। লখনউ তারকা নিজের ইনিংসে মোট ১৯টি ছয় মারেন। নেপালের ঐতিহাসিক ৩০০ রানের ম্যাচে ২৮টি ছক্কা দেখা গিয়েছিল। এই ম্যাচে দক্ষিণ দিল্লির ব্যাটাররা ৩১টি ছক্কা হাঁকিয়ে সেই রেকর্ড ভেঙে ফেললেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে রাহুল দ্রাবিড়পুত্র সমিত, খেলবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে