নয়াদিল্লি: দিন কয়েক আগেই আসন্ন ক্যারিবিয়ান সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পাননি ভারতের তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। সাম্প্রতিক সময়ে বড় রান করতে ব্যর্থ হয়েছেন পূজারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি দুই ইনিংসে মাত্র ৪১ রান করেছিলেন। খারাপ ফর্মের জেরেই শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাঁকে জাতীয় দল থেকে বাদ দিয়েছেন। শোনা যাচ্ছিল চেতেশ্বর পূজারাকে দলীপ ট্রফিতে (Duleep Trophy) খেলতে দেখা যাবে।


জল্পনাই সত্যি হল। পূজারার জাতীয় দলে ফেরার লড়াইটা দলীপ ট্রফি থেকেই শুরু হতে চলেছে। ক্যারিবিয়ান সফরে ভারতীয় টেস্ট স্কোয়াডে প্রথমবার জায়গা করে নিলেন তরুণ টপ অর্ডার ব্যাটার যশস্বী জয়সওয়াল। সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। দুই তরুণ ব্যাটার এ মরশুমের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁদের পারফরম্যান্স বেশ ভাল। সেই ভিত্তিতেই তাঁদেরকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই দুই তারকাই দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অংশ ছিলেন। তাঁদের বদলেই পশ্চিমাঞ্চলের দলে পূজারা এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সুযোগ পেলেন।


২৮ জুন থেকে শুরু হতে চলেছে এ মরশুমের দলীপ ট্রফি। শেষ হবে ১৬ জুলাই। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজ শুরু হবে ২৭ জুলাই। ভারতের ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার। তবে সেই সিরিজ শুরু হওয়ার আগেই দলীপ ট্রফি শেষ হয়ে যাবে। তাই গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন সূর্যকুমার। প্রসঙ্গত, গত মরশুমের দলীপ ট্রফি খেতাব জিতেছিল পশ্চিমাঞ্চল। সেই সুবাদেই এ বারের টুর্নামেন্টে সরাসরি শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে পশ্চিমাঞ্চল। তাই এরপর দলীপ ট্রফির সেমিফাইনালেই সূর্যকুমার ও চেতেশ্বর পূজারাকে খেলতে দেখা যাবে।


পূজারার দল থেকে বাদ পড়াটা অনেক বিশেষজ্ঞই মেনে নিতে পারেননি। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীরা তো সরাসরি দাবি করেছেন গোটা ব্যাটিং লাইনআপই ব্যর্থ হলেও, কেবলমাত্র পূজারাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। পূজারা কোনদিনই খুব বেশি কথা বলেন না। তিনি ভারতীয় দল থেকে বাদ পড়ার পরেও শব্দ খরচ করেননি। বরং সোশ্য়াল মিডিয়ায় নিজের অনুশীলন করার একটি ভিডিও পোস্ট করেন তিনি। কোনও কিছু লেখার বদলে ব্যাট বল ও লাল হৃদয়ের একটি ইমোজি দিয়েই ভিডিওটি শেয়ার করেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা