নয়াদিল্লি: ভারত (Team India) তথা বিশ্বের সর্বকালের সফলতম অধিনায়কদের অন্যতম হলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ধোনির নেতৃত্বেই ভারতীয় দল ২০০৭ টি-টোয়েন্ট বিশ্বকাপ, ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, তাঁর জনপ্রিয়তায় যে এতটুকু ভাটা পড়েনি, তার প্রমাণ এ বছরের আইপিএলেই পাওয়া গিয়েছে। দেশের যে প্রান্তেই ধোনি খেলেছেন, সেখানেই তাঁকে জায়ান্ট স্ক্রিনে দেখা গেল সমর্থকরা সুর চড়িয়েছেন।
তবে বর্তমানে আইপিএল বাদে ধোনিকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে দেখা যায়না। তিনি ব্যক্তিগত জীবনে জাঁকজমক থেকে দূরে থাকেন। তাই তাঁর সমর্থকরা সচরাচর তাঁকে দেখতে পান না। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যেই ধোনির ঝলক দেখতে পাওয়া যায়। সম্প্রতি বিমানযাত্রার সময় ধোনির সময় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে এক বিমানসেবিকাকে ধোনিকে এক ট্রে ভর্তি চকোলেট উপহার দিতে দেখা যায়। হাসিমুখে ধোনি সেই উপহার গ্রহণও করেন। ধোনির হাসিমুখ এবং তাঁর সামনে সেই বিমানসেবিকার অভিব্যক্তিই নেটিজেনদের নজর কেড়েছে।
ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বজয়ের ক্ষেত্রে যুবরাজ সিংহের অবদান অনস্বীকার্য। তবে ধোনির প্রাক্তন সতীর্থের দাবি ২০১১ সালের বিশ্বকাপের পরেই ধোনি বদলে যান। যুবরাজ বলেন, '২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত ও (ধোনি) আমার ওপর দারুণ ভরসা করত। আমি ওর প্রধান প্রচণ্ড ভরসা করত। তবে ক্যান্সার সারিয়ে আমি দলে ফেরার পরেই সবকিছু বদলে যায়। ততদিনে খেলাও খানিকটা বদলে গিয়েছিল, তাই ২০১৫ সালের বিশ্বকাপে আমার বাদ পড়ার জন্য আমি কারুর দিকে আঙুল তুলতে পারি না। ধোনি বদলে গিয়েছিল। তবে আমি বুঝতে পারি যে অধিনায়ক হিসাবে সবসময় সবকিছুর ব্যাখা দেওয়াটা সম্ভব নয়। দলের ভাল পারফর্ম করাটাই দিনের শেষে সবথেকে জরুরি বিষয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা