বেঙ্গালুরু: ইন্ডিয়া 'ডি'-র বিরুদ্ধে দলীপ ট্রফির (Duleep Trophy 2024) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয়ের গন্ধ পাচ্ছে ইন্ডিয়া 'এ'। সৌজন্য়ে প্রথম সিংহ (Pratham Singh) এবং তিলক বর্মা (Tilak Varma)। দুই বাঁ-হাতি ব্যাটারই ইন্ডিয়া 'এ'-র হয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। তৃতীয় দিনের খেলা শেষে ইন্ডিয়া 'ডি'-র স্কোর এক উইকেটের বিনিময়ে ৬২ রান। ম্যাচের শেষ দিন শ্রেয়স আইয়ারদের জয়ের জন্য প্রয়োজনীয় আরও ৪২৬ রান। 


প্রথম সিংহ এদিন দুরন্ত ছন্দে ছিলেন। ৫৯ রানে দিনের শুরুতে নিজের ইনিংস চালু করেন তিনি। কাভেরাপ্পার বলে নাগাড়ে এক ছক্কা এবং দুই চার হাঁকিয়ে নিজের প্রথম দলীপ ট্রফি সেঞ্চুরি পূর্ণ করেন প্রথম। ১২২ রানে তিনি যখন সৌরভ কুমারের বলে আউট হলেন, ততক্ষণে ইন্ডিয়া 'এ' দুইশো রানের গণ্ডি পার করে ফেলেছে। তিলকের সঙ্গে শতরানের পার্টনারশিপও হয়ে গিয়েছে। দুই উইকেট হারিয়েই মধ্যাহ্নভোজে যায় ইন্ডিয়া 'এ'। তবে তারপরে দ্বিতীয় সেশনের শুরুতেই রিয়ান পরাগ মাত্র ২০ রানে সাজঘরে ফেরেন।


তবে পরাগ বড় রানের ইনিংস খেলতে না পারলেও, তিলককে যোগ্য সঙ্গ দেন শ্বাশত শেরাওয়াত। চতুর্থ উইকেটে তাঁদের ১১৬ রানের পার্টনারশিপ ইন্ডিয়া 'এ'-কে ম্যাচে অনেকটাই এগিয়ে দেয়। সারাংশ জৈনের বলে কাট মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরিটি পূরণ করেন তিলক বর্মা। তিনি অপরাজিতই থাকেন। দিনের তৃতীয় সেশনে মাত্র ১৫ মিনিট ব্যাট করেই ইন্ডিয়া 'এ' ৩৮০ রানে ইনিংস ঘোষণা করে দেয়। শ্বাশত ৬৪ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেন।


৪৮৮ রানের এক সুবিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইন্ডিয়া 'ডি' শুরুটা অত্যন্ত হতাশাজনকভাবেই করে। খাতা খোলার আগেই ইনিংসের তৃতীয় ওভারে খলিল আমেদের শিকার হন অর্থব তাইডে। তবে দিনের শেষ পর্যন্ত আর কোনও উইকেট হারায়নি ইন্ডিয়া 'ডি'। রিকি ভুঁই ৫২ বলে ৪৪ রানের এক আগ্রাসী ইনিংস খেলে নজর কাড়েন। ইন্ডিয়া 'ডি'-র আরেক ওপেনার যশ দুবে ১৫ রানে অপরাজিত রয়েছেন। ম্যাচের শেষ দিন ইন্ডিয়া 'ডি'-র সামনে জয়ের জন্য লক্ষ্য যে অত্যন্ত কঠিন, তা বলাই বাহুল্য। 







আরও পড়ুন: দলীপ ট্রফিতে বাংলার ঈশ্বরণের দুরন্ত সেঞ্চুরি সত্ত্বেও কম্বোজের ৫ উইকেটে চাপে ইন্ডিয়া 'বি'