বেঙ্গালুরু: প্রথম ইনিংসে ক্রিজে তাঁর আয়ু ছিল মাত্র ৫ বল। কোনও রান করার আগেই আউট হয়ে গিয়েছিলেন আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।


তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়াই করলেন মুম্বইয়ের তারকা। হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স। ৯০ রানের অপরাজিত ইনিংস খেলে ভারত ডি দলকে টানলেন রিকি ভুইও। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৪৫ রান করলেন সঞ্জু স্যামসন। ইন্ডিয়া বি-র হয়ে ৩ উইকেট বাংলার পেসার মুকেশ কুমারের। ৮০ রানে ৩ উইকেট নিলেন ডানহাতি পেসার। সব মিলিয়ে ম্যাচের তৃতীয় দিনের শেষে ইন্ডিয়া ডি-র স্কোর ২৪৪/৫। ইন্ডিয়া বি-র চেয়ে ৩১১ রানে এগিয়ে ইন্ডিয়া ডি। রবিবার, ২২ সেপ্টেম্বর ম্যাচের শেষ দিন। কত রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করবে ইন্ডিয়া ডি, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


সংক্ষিপ্ত স্কোর


ইন্ডিয়া ডি ৩৪৯ ও ২৪৪/৫ (রিকি ভুই ৯০ ব্যাটিং, শ্রেয়স আইয়ার ৫০, সঞ্জু স্যামসন ৪৫, মুকেশ কুমার ৩-৮০)


বনাম 


ইন্ডিয়া বি ২৮২ (অভিমন্যু ঈশ্বরণ ১১৬, ওয়াশিংটন সুন্দর ৮৭, সৌরভ কুমার ৫-৭৩)


(৩১১ রানে এগিয়ে রয়েছে ইন্ডিয়া ডি)


চালকের আসনে ইন্ডিয়া এ


অনন্তপুরে দলীপ ট্রফির অন্য ম্যাচে  ভাল জায়গায় ইন্ডিয়া এ। রিয়ান পরাগ ও শাশ্বত রাওয়াতের আগ্রাসী হাফসেঞ্চুরির সুবাদে বড় রানের লিড নিল ইন্ডিয়া এ। রিয়ান পরাগ ৭৩ ও শাশ্বত রাওয়াত ৫৩ রান করলেন। প্রথম ইনিংসে ৬৩ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শনিবার ঝোড়ো ব্যাটিং করেন পরাগ ও রাওয়াত। দুজনের দাপটে তৃতীয় দিনের শেষে ৩৩৩ রানের মহার্ঘ লিড পেয়েছে ইন্ডিয়া এ। রবিবার ম্যাচের শেষ দিন ক্রিকেটপ্রেমীদের জন্য কি রোমহর্ষক কিছু অপেক্ষা করে রয়েছে?


ইন্ডিয়া এ দলের হাতে এখনও ৪ উইকেট রয়েছে। বাঁহাতি স্পিনার মানব সুতার রাওয়াতকে তুলে নিলেও চতুর্থ উইকেটে রিয়ান ও রাওয়াত মিলে ১০৫ রান যোগ করেছেন।


চলতি দলীপ ট্রফিতে এটা রিয়ানের প্রথম হাফসেঞ্চুরি। বঢোদরার রাওয়াত প্রথম ইনিংসে ১২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসেও রান পেলেন। চলতি বছরে সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি সেঞ্চুরি হয়ে গিয়েছে তাঁর।


আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা


সংক্ষিপ্ত স্কোর 


ইন্ডিয়া এ ২৯৭ ও ২৭০/৬ (রিয়ান পরাগ ৭৩, শাশ্বত রাওয়াত ৫৩, কম্বোজ ২-৫২, মানব সুতার ২-৭৫)


বনাম 


ইন্ডিয়া সি ২৩৪ (অভিষেক পোড়েল ৮২, নারাঙ্গ ৪১, আবেশ খান ৩-৬৪, আকিব ৩-৪৩)


৩৩৩ রানে এগিয়ে ইন্ডিয়া এ


আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।