নয়াদিল্লি: ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাত্র মাস দু'য়েক বাকি রয়েছে। এ বছরের বিশ্বকাপ আসর বসবে ভারতবর্ষে। গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড (England Cricket Team) এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। গত বারের বিশ্বকাপের ফাইনালে বেন স্টোকসের (Ben Stokes) অপরাজিত ৮৪ রানের ইনিংসের সুবাদে খেতাব জেতে ইংল্যান্ড। গত বছরই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ের নায়ক স্টোকস ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের আগেই তিনি ৫০ ওভারের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটাতে পারেন।


শোনা যাচ্ছে স্টোকসকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার নিজের ওয়ান ডে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করলে, তারকা অলরাউন্ডার ফের একবার ওয়ান ডে ক্রিকেটে ফিরতে পারেন। সীমিত ওভারে ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ম্যাথিউ মটও স্টোকসে দলে ফেরাতে আগ্রহী। তিনি বল করতে না পারলেও, শুধু ব্যাটার হিসাবেও তাঁকে দলে নিতে আগ্রহী ইংল্যান্ড কোচ। মট বলেন, 'জস বাটলার নেতৃত্বেই এই বিষয়ে কথাবার্তা শুরু হবে। বেন কিন্তু আমাদের সঙ্গে খুবই খোলামেলাভাবে কথা বলেন। ও ফিরতে আগ্রহী কি না, দেখা যাক।'


তবে স্টোকস এখনও নিজের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে কিছুই জানাননি বলে দাবি করা হয়। 'ও ঠিক কী করতে চলেছে, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু আভাস দেয়নি ও। তবে আমরা আশাবাদী। ওর বোলিংটা আমাদের জন্য বাড়তি পাওনা। ওর ব্যাটিং দক্ষতা এবং ফিল্ডার হিসাবে ওর উপস্থিতিটাও অনেক বড় বিষয়। গোটা অ্যাশেজ সিরিজ জুড়েও তো এই বিষয়টা দেখা গিয়েছে। ওয়ান ডে দীর্ঘদিন সফলতার সঙ্গে পারফর্ম করেছে ও। তাই ওর বিকল্প খুঁজে পাওয়াটা কার্যত অসম্ভব।' বলেন মট।


এরই মাঝে গতকালই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন (Steven Finn)। সম্প্রতি যিনি হাঁটুর চোটে কাবু হয়ে পড়েছিলেন। ৩৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানাতে কার্যত বাধ্য হলেন ফিন। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১২৬ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ফিন। তাতে ২৫৪টি উইকেট নিয়েছেন। ২৯.০৫ গড়ে। এক বিবৃতি দিয়ে ফিন বলেছেন, 'আজ আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গত এক বছর আমি শরীরের সঙ্গে যুদ্ধ করছি। অবশেষে স্বীকার করে নিতে হচ্ছে যে, আমি হেরে গিয়েছি।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: জাতীয় দলে ফেরার থেকে দূরে থাকলেও, শ্রেয়স, রাহুলের ব্যাটিং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন পন্থ