বেঙ্গালুরু: দীর্ঘদিন ধরে চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই রয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) দুই তারকা ব্যাটার কেএল রাহুল (KL Rahul) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চোট সারিয়ে মাঠে ফেরার লক্ষ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বহুদিন ধরেই রিহ্যাব চালাচ্ছেন রাহুল ও শ্রেয়স। তাঁদের রিহ্যাব একেবারে শেষ পর্যায়ে। সোমবার, ১৪ অগাস্ট, দুই তারকাই একটি অনুশীলন ম্যাচে ব্যাট হাতে নেমে পড়েন। 


সামনেই এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। সেই টুর্নামেন্টের জন্য পরের সপ্তাহেই ভারতীয় দলের ঘোষণা করা হবে। রাহুল এবং শ্রেয়স অনুশীলন ম্যাচগুলিতে কেমন পারফর্ম করছেন, তাঁদের শরীর কতটা ফিট, এই অনুশীলন ম্যাচগুলি দেখেই সেইসব বিচার বিবেচনা করার পর জাতীয় দলের নির্বাচকরা রাহুল ও শ্রেয়সের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই আবার আরেক তারকা ক্রিকেটার ঋষভ পন্থও (Rishabh Pant) রয়েছেন। তিনি রাহুল, শ্রেয়সদের এই অনুশীলন ম্যাচ চাক্ষুষ করেন এবং তাঁদের ব্যাটিং করার ছোট্ট একটি ক্লিপিং নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন।


তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের স্টোরিতে দুইজনের ব্য়াটিংয়ের ভিডিও শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যাপশনে পন্থ লেখেন, 'দীর্ঘদিন পরে লাইভ ক্রিকেট খেলা দেখাটা বেশ উপভোগ করলাম।' তবে রাহুল, শ্রেয়স ব্যাটিং করা শুরু করে দিলেও পন্থের সেই পরিস্থিতিতে ফিরতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। গত বছরের একেবারে শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পন্থ। তবে তিনি এখনও জাতীয় দলে ফেরার মতো পরিস্থিতি থেকে অনেকটাই দূরে রয়েছেন। আসন্ন বিশ্বকাপের আগে তাঁর ফিট হয়ে ওঠাটা কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে। তবে সতীর্থদের সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে দেখে পন্থ যে খুবই খুশি, তা তাঁর এই পোস্টই প্রমাণ করে দেয়।




৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এ বছরের এশিয়া কাপ টুর্নামেন্ট। সেই লক্ষ্যে বিরাট কোহলিও কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পন্থের মতো তিনিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে তাঁকে জিমে কসরত করার একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করেছেন বিরাট কোহলি। হাসিমুখে জিমে দাঁড়িয়ে কোহলি ছবিটি তুলে তাঁর ক্যাপশনে লেখেন, 'খুশির জায়গা।' প্রসঙ্গত, টুর্নামেন্টের জন্য ভারতীয় (Indian Cricket Team) স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। তবে সেই স্কোয়াডে যে কোহলির নাম থাকবে, তা ধরে নেওয়াই যায়। বিশ্বকাপ এগিয়ে আসছে, তাই এশিয়া কাপ মেগা টুর্নামেন্টের আগে ভারতীয় দলের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ। স্বাভাবিকভাবেই তাই এই টুর্নামেন্টে কোহলির ফর্মের দিকেও নজর থাকবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়া কাপের প্রস্তুতি শুরু, জিমে গা ঘামালেন কোহলি