রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) তৃতীয় দিনে দুরন্তভাবে ফিরে এল ভারত। দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের পাঁচ উইকেট ফেলে দিয়েছে টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারতীয় স্পিনাররা। আর অশ্বিন (R Ashwin) তিন ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) দুইটি উইকেট নেন। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১২০/৫। তিন উইকেটের সুবাদে ঘরের মাঠে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়া ভারতীয় হয়ে গেলেন অশ্বিন।


ভারতকে প্রথম সেশনে ৩০৭ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ৪৬ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্রুত গতিতে নিজেদের 'বাজ়বল' পরিকল্পনাতেই রান তুলতে আগ্রহী ছিল। সেইমতোই মূলত বেন ডাকেট আগ্রাসী ছন্দে ব্যাটিং শুরু করেন। ভঙ্গুর উইকেট বুঝে ভারত কিন্তু ফাস্ট বোলার নয়, বরং নতুন বলেই স্পিনারদের দিয়েই ইনিংস ওপেন করায়। সীমিত ওভারের ফর্ম্যাটে অশ্বিনকে প্রায়শই নতুন বলে বোলিং করতে দেখা যায়। তিনিই প্রথম ওভার বল করেন। তাঁকে সঙ্গ দেন রবীন্দ্র জাডেজা। অশ্বিন কিন্তু হতাশ করেননি। বেন ডাকেটকে ১৫ রানে ফেরান তিনি। আর এই উইকেটের সঙ্গে সঙ্গেই মুরলিধরনের কৃতিত্বে ভাগ বসান ভারতের তারকা স্পিনার।


ঘরের মাটিতে টেস্টে যুগ্মভাবে দ্রুততম বোলার হিসাবে ৩৫০ উইকেট নেন তিনি। এটি ভারতে অশ্বিনের ৫৯তম টেস্ট। ডাকেটকে আউট করার ঠিক পরের বলেই অলি পোপও অশ্বিনের শিকার হন। ১৯ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও ক্রিজে দীর্ঘস্থায়ী হননি। তাঁকেও ১১ রানে ফেরান অশ্বিনই। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শুরু করেন ক্রলি ও জনি বেয়ারস্টো। ইনিংসের শুরুতেই শতাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন বেয়ারস্টো। ক্রলিও অনবদ্য ছিলেন। ৭১ বলে অর্ধশতরানও পূরণ করেন ক্রলি। 


ঠিক যখন মনে হচ্ছিল ক্রলি ও বেয়ারস্টো ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে যাবেন, তখনই দুরন্ত স্পিন বোলিংয়ে ইংল্যান্ড ওপেনারের মিডল স্টাম্প ছিটকে দেন কুলদীপ যাদব। ৬০ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও ব্যাট হাতে ফের একবার ব্যর্থ। কুলদীপের বল ইংল্যান্ড অধিনায়কের প্রত্যাশার থেকে খানিকটা নীচুই ছিল। চার রানে বোল্ড হন তিনি। স্পিনারদের দাপটেই ম্যাচে দুরন্তভাবে ফিরেছে টিম ইন্ডিয়া। দিনের শেষ সেশনেও ভারতীয় স্পিনাররা দাপট দেখাতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: গ্যালারি থেকে ভেসে এল 'জিমবাবর' ধ্বনি, সমর্থকদের কটাক্ষে মেজাজ হারালেন প্রাক্তন পাক অধিনায়ক