নয়াদিল্লি: শুভমন গিল (Shubman Gill), ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের তারকা, বিশ্বের সবথেকে প্রতিভাবান ক্রিকেটারদের অন্যতম। এমনটাই মনে করেন অনেক ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞরা। তবে প্রাক্তন ভারতীয় প্রধান নির্বাচক তথা বিশ্বজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikanth) এই চিন্তাভাবনার একেবারেই পরিপন্থী। 


২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায় নিজের অভিষেক সিরিজ়ে নজর কেড়েছিলেন শুভমন গিল। তবে সময় যত গড়িয়েছে, তাঁর পরিসংখ্যান ততই খারাপ হয়েছে। এবারের বর্ডার গাওস্কর ট্রফিতে পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৯৩ রান, সর্বোচ্চ ৩১। অভিষেকের পর থেকে এশিয়ার বাইরে গিলের গড় ১৭.৬৪। ১৮ ইনিংসে একবারও সেঞ্চুরি তো দূর, ৪০ রানের গণ্ডিও পার করতে পারেননি ভারতীয় টপ অর্ডার ব্যাটার। এই পারফরম্যান্সের পরেই স্বাভাবিকভাবেই গিলের দলে জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।


পরের পর ব্যর্থ হচ্ছেন তরুণ ক্রিকেটার, তাও সুযোগ পেয়েই চলেছেন। এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে ভারতীয় নির্বাচকদের এক হাত নিয়েছেন শ্রীকান্ত। তিনি বলেন, 'আমি বরাবরই বলে এসেছি যে শুভমন গিল একজন ওভাররেটেড ক্রিকেটার। তবে কেউ আমার কথায় কর্ণপাত করার প্রয়োজন মনে করেনি। যখন নাগাড়ে ব্যর্থতার পরেও গিল সুযোগ পাচ্ছে, তখন সূর্যকুমারের মতো ক্রিকেটারদেরও টেস্টে আরও সুযোগ পাওয়া উচিত ছিল বলে অনেকে মনে করবেন। সূর্য টেস্টে শুরুটা ভাল না করলেও, ওর কাছে দক্ষতা এবং টেকনিক, দুইই আছে। তবে সূর্যকে কেবল সাদা বলের বিশেষজ্ঞ ক্রিকেটার বানিয়ে রেখে দেওয়া হয়েছে। তাহলে তো নতুন প্রতিভাদের দিকে তাকাতে হবে।'


শ্রীকান্তের মতে রুতুরাজ গায়কোয়াড়, সাঈ সুদর্শনরা 'এ' দলের সফরে যথেষ্ট ভাল পারফর্ম করেছেন। তাই তাঁদের পরখ করে দেখে নেওয়া উচিত। 'রুতুরাজ গায়কোয়াড় তো প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। তবে ওরা ওকে দলে নেওয়ার প্রয়োজন মনে করিনি। অপরদিকে সুদর্শন তো এ সফরগুলিতে আগুন ঝরাচ্ছে। এই ধরনের প্রতিভাবাদের তো সুযোগ দেওয়ার প্রয়োজন। তার বদলে ওরা সেই ঘুরেফিরে একই জায়গায় গিলে ফিরছে।' হতাশ প্রাক্তন ভারতীয় ওপেনার।


গিল জাতীয় দল থেকে বাদ পড়বেন কি না, সেটা সময়ই বলবে, তবে তাঁর সীমিত ওভারের ক্রিকেটে সহ-অধিনায়কের পদটা বেশ টলমল। শোনা যাচ্ছে গিলের বদলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরাকে ভারতীয় ওয়ান ডে দলের সহ-অধিনায়ক করা হবে। গিল এইসব সমালোচনার জবাব দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! বিস্ফোরক দাবি পাকিস্তান প্রাক্তনীর