কলকাতা: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। সম্প্রতি পরপর দুই টেস্ট সিরিজ় হেরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। যদিও ফর্ম্যাট থেকে বলের রঙ, সবই ভিন্ন হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু এর প্রভাব পড়তে পারে। খবর অনুযায়ী টিম ইন্ডিয়ার লিডারশিপ গ্রুপে বদল ঘটতে পারে।
রিপোর্ট অনুযায়ী যতই জল্পনা থাকুক না কেন, রোহিত শর্মাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন। তবে বদল হতে পারে সহ-অধিনায়কত্বে। অতীতে হার্দিক পাণ্ড্য, এমনকী কেএল রাহুলকেও সীমিত ওভারে ভারতীয় দলের সহ-অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। তবে রাহুল দ্রাবিড় পরবর্তীযুগে গৌতম গম্ভীর শুভমন গিলকে সেই দায়িত্ব দেন। তবে গিলের পারফরম্যান্স পড়েছে। এর ফলে তাঁর জাতীয় দলে জায়গা নিশ্চিত নয়। এবার তাঁর হাত থেকে সহ-অধিনায়কত্বও যেতে পারে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।
তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাকে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক পদে দেখা যাবে? লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান সফরে ভারতীয় দলকে দুই ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। খবর অনুযায়ী সব ঠিকঠাক থাকলে তাঁকেই সীমিত ওভারের ক্রিকেটেও সহ-অধিনায়কত্ব করতে দেখা যাবে। কিন্তু এখানেও জটিলতা রয়েছে। বুমরার ফিটনেস নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে।
অজ়িভূমে পারথে অধিনায়ক হিসেবে দলকে জিতিয়েছিলেন। শেষ টেস্টেও নেতৃত্বভার ছিল তাঁর কাঁধেই। কিন্তু খেলার দ্বিতীয় দিনে পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়েন তারকা ফাস্ট বোলার। আর মাঠে নেমে বোলিং করতে পারেননি। চোট কি খুব গুরুতর? এখনও সরকারিভাবে কোনওকিছু জানা যায়নি। তবে চিন্তার কারণ অন্য। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে সুস্থ হয়ে উঠবেন তো বুমরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
কারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে ডাক পাবেন? সিডনি টেস্টের পরই নাকি নির্বাচকদের একটা ছোটখাটো বৈঠক হয়েছিল। সেখানেই এই বিষয়ে অন্তত পরিষ্কার হয়ে গিয়েছে নির্বাচকমণ্ডলী যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে রাখা হচ্ছে। এমনকী রোহিতের পাশাপাশি ঋষভ পন্থও তাঁর জায়গা পাকা করে নিয়েছেন। বুমরা যদি একান্তই ফিট হতে না পারেন, তালে সেক্ষেত্রে অর্শদীপ সিংহকে নিয়ে আলোচনা হচ্ছে। অর্শদীপকে স্কোয়াডে ঢুকিয়ে নেওয়া হতে পারে। তবে সবটা নিশ্চিত হওয়ার জন্য দল ঘোষণার অপেক্ষা করতেই হবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! বিস্ফোরক দাবি পাকিস্তান প্রাক্তনীর