নয়াদিল্লি: আজ ১৫ জুন, ফাদার্স ডে (Father’s Day 2025)। বাবাদের প্রতি কৃতজ্ঞতা, ভালবাসা জানানোর দিন। আজকের এই বিশেষ দিনটি বিশ্বের শতাধিক দেশ পালন করে। বিভিন্ন ক্ষেত্রের, সাধারণ থেকে কিংবদন্তি, বিভিন্ন ব্যক্তিত্ব আজকের দিনে প্রায়ই বাবাদের সঙ্গে নিজেদের ছোটবেলার না না স্মৃতি সকলের সঙ্গে ভাগ করেন। এক কিংবদন্তিও আজকের দিনে সেটাই করলেন।
সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে নিজের একেবারে খুদে বেলার ছবি শেয়ার করে তিনি এক আবেগঘন বার্তায় লেখেন, 'সব সাধুবাদ, শতরানের আগে একজন ব্যক্তি ছিলেন যাঁর হাতে ছিল কলম ও মুখে হাসি। তিনি গোটা বিশ্বের আগে আমার ওপর ভরসা করেছিলেন। আমি ওঁর শান্ত মনোভাব, ওঁর ভালবাসা আমার প্রতিটি পদে সঙ্গে নিয়ে চলি। হ্যাপি ফাদার্স ডে। তোমায় আমরা খুব মিস করি বাবা।'
বাবার কোলে এই একরত্তিটি আর কেউ নন, স্বয়ং সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তাঁর বাবা রমেশ তেন্ডুলকরের সঙ্গে সচিনের গভীর সম্পর্ক কারুরই অজানা। রমেশ পেশায় একজন মারাঠি কবি ও লেখক ছিলেন। ১৯৯৯ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তার বাবার মৃত্যুর পরপরই সচিনের ভারতের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপে মাঠে নামেন।
কেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে অপরাজিত ১৪০ রানের ইনিংসও খেলেন সচিন। তারপরেই আকাশের দিকে তাকিয়ে ব্যাট উঁচিয়ে বাবাকে সেই শতরান উৎসর্গও করেন 'মাস্টার ব্লাস্টার'। সময়ের সঙ্গে সঙ্গে সচিনের এই সেলিব্রেশনও আইকনিক হয়ে উঠে। প্রতিবার শতরানের পরেই সচিনকে আকাশের দিকে ব্যাট করে কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। তাঁর বাবার প্রতি সচিনের গভীর শ্রদ্ধা, ভালবাসা সম্পর্কে তাই সকলেই অবগত। ফাদার্স ডেতে এবার নিজের আবেগ ঢেলে এক সুন্দর পোস্ট করলেন সচিন।
অপরদিকে এই বিশেষ দিনে নিজের ছেলের সঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিখর ধবন। ভারতের তারকা ক্রিকেটারের ছেলে জোরাভার তাঁর সঙ্গে থাকে না। ছেলেকে মিস করে বারংবারই একাধিক ভিডিও, ছবি পোস্ট করতে দেখা যায় শিখরকে। আজ এই বিশেষ দিনেও নিজের ছেলকে মিস করছেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাকে হ্যাপি ফাদার্স ডে। তোমার জন্য সময় আছি জোরাভার। অনেক ভালবাসা নিয়ে তোমার অপেক্ষায় রয়েছি।'