পারথ: জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই হর্ষিত রানা বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তেমন আহামরি পারফরম্য়ান্স না হওয়া সত্ত্বেও তাঁকে যেভাবে জাতীয় দলের প্রত্যেক ফর্ম্য়াটে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটারও। অনেকেই তো কোচ গৌতম গম্ভীরের পছন্দের ব্যক্তির তমকা লাগিয়ে দিয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচেও সুযোগ পেয়েছিলেন হর্ষিত। নিজের ৪ ওভারের স্পেলে ২৭ রান খরচ করে কোনও উইকেট পাননি। প্রসিদ্ধ কৃষ্ণকে না খেলিয়ে হর্ষিতকে প্রথম ওয়ান ডে-তে খেলানো নিয়েও সোশ্য়াল মিডিয়ায় অনেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এখনও পর্যন্ত ৬ ওয়ান ডে ম্য়াচে ১০ উইকেট ঝুলিতে পুরেছেন হর্ষিত। অস্ট্রেলিয়া তরুণ এই পেসারের পারফরম্য়ান্স নিয়ে এবার মুখ খুললেন জাহির খান।

Continues below advertisement

প্রাক্তন ভারতীয় পেসার বলছেন, ''আমার মনে হয় হর্ষিত রানা একজন হিট দ্য ডেক বোলার। প্রথম ম্যাচে অনেকগুলো ফুল লেংথে বল করেছিল। উইকেট নেওয়ার সুযোগ তৈরি হয় তাতে। হর্ষিত ভাল বোলার। শুধুমাত্র উইকেটটাই পাচ্ছে না। কিন্তু একবার উইকেট পাওয়া শুরু হয়ে গেলে ওর আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে।''

২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা পেসার আরও বলেন, ''অর্শদীপ শুরুতেই উইকেট পেয়ে গিয়েছিল। অল্প রানের পুঁজি নিয়ে মাঠে নেমেছিল ভারত। এই পরিস্থিতিতে উইকেট তোলার জন্যই চেষ্টা করেছে সব পেসাররা। এটা খুবই ইতিবাচক দিক। আমি দলের বোলারদের মানসিকতায় খুব খুশি।''

Continues below advertisement

এখনও পর্যন্ত হর্ষিত টেস্ট ফর্ম্য়াটে ২টো ম্য়াচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৩ ম্য়াচে ৫ উইকেট নিয়েছেন। কেকেআরের জার্সিতে গম্ভীরের মেন্টরশিপে ২০২৪ আইপিএল মরশুমে দুর্দান্ত বোলিং করেছিলেন হর্ষিত। এরপরই জাতীয় দলে ডাক পান। 

এদিকে, পারথে রোহিতের ৮ রানে আউট হওয়ার পর সোশ্য়াল মিডিয়ায় অনেকেই বিদ্রুপ করছেন। কিন্তু কোথায় ভুল করলেন হিটম্য়ান? যার সঙ্গে দীর্ঘসময়ে মুম্বইয়ে ব্যাটিংয়ের অনুশীলন সারতেন রোহিত, সেই অভিষেক নায়ারই বলেন, 'শুরুতে রোহিত খানিকটা সময় নিলেও ও হালে বিগত দুই বছরে সাফল্যের সঙ্গে যেমনটা করেছে, তেমনই আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা করছিল। অনেকাংশে এই আগ্রাসী মনোভাবই ওর পতনের কারণ হয়ে উঠে, কারণ ওর মাথায় যে ধরনের শট খেলার ভাবনা ঘুরছিল, সেই ধরনের শট খেলার পিচ এটা ছিল না। আমি নিশ্চিত ও এই বিষয়ে ভাবনাচিন্তা করবে। তবে আমি ওর ব্য়াটিংয়ের ধরনে বদলের সম্ভাবনা দেখছি না। ও আগ্রাসী মেজাজেই ব্যাটিং করবে।'