পারথ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাটিং ব্যর্থতার সম্মুখিন হতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। টপ অর্ডারের কোনও ব্যাটারই রান পাননি। আর সবচেয়ে বেশি যে দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে তাঁরা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রথমজন খাতাই খুলতে পারেননি ম্যাচে, দ্বিতীয়জন ৮ রান করে প্যাভিলিয়ন ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ওয়ান ডে ফর্ম্যাট থেকেও অবসর নেওয়ার অনুরোধ করেছেন। তবে ২ ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সুনীল গাওস্কর।

Continues below advertisement

এক সাক্ষাৎকারে লিটল মাস্টার জানিয়েছেন, "ভারতীয় দল শক্তিশালী। এই দলটাই বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। আমি খুব একটা অবাক হব না যদি দেখি আগামী দুটো ম্যাচে বিরাট ও রোহিত বড় ইনিংস খেলল। ওরা অনেক বড় মানের ব্যাটার। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল। তাই এতদিন পর ফিরে আসা ও অস্ট্রেলিয়ায় ব্যাট করা কিছুটা তো চ্যালেঞ্জিং হবেই।'

কিংবদন্তি প্রাক্তন ওপেনার আরও জানিয়েছেন, "ওরা দুজন যত বেশি নেটে অনুশীলন সারবে। যত বেশি থ্রো ডাউন করা হবে ওদের। ২২ গজ নয় ২০ গজ দূর থেকে প্র‍্যাক্টিসে বোলারদের সামলাতে হবে। এভাবেই ফের ছন্দ ফিরে পাবে রোহিত ও বিরাট। আর একবার ওরা ছন্দে ফিরলে নিঃসন্দেহে ভারতের মোট রান ৩০০-৩৫০ পেরিয়ে যাবে।"

Continues below advertisement

পারথের পিচে বুকের ওপরে উঠে যাওয়া বলগুলোর বিরুদ্ধে লড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। ১৩৬ রান তুলতেই ৯ উইকেট খুইয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। গাওস্কর বলছেন, "আমার মনে হয় অস্ট্রেলিয়ার সবচেয়ে বাউন্সি পিচে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। বিরাট-রোহিত মাঝে এতগুলো মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিল। ওদের পক্ষেও হঠাৎ এভাবে এইধরনের পিচে রান করা অতটা সহজ ছিল না।"

ভারত করেছিল ১৩৬, তবুও অজিদের লক্ষ্য কেন ছিল ১৩১?

পারথ ওয়ান ডে ম্যাচে আসলে প্রথম ইনিংসে মোট চারবার বৃষ্টির জন্য খেলা স্থগিত করা হয়েছিল। যার জন্য ওভার সংখ্যাও কমে গিয়েছিল।আর প্রতিবারই ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রাও কমছিল। এক্ষেত্রে ডিএলএস নিয়ম অনুযায়ী কত উইকেট হাতে রয়েছে, কত রান বাকি রয়েছে, কত রান কোনও দল বোর্ডে তুলেছে, এগুলো হিসেবের আওতায় আনা হয়েছে। এখানে বলে রাখা ভাল ভারতীয় দল ৯ উইকেট খুইয়ে ফেলেছিল প্রথম ব্যাটিং করতে নেমে। ডিএলএস নিয়মে অজিদের লক্ষ্যমাত্রা আরও কমে যায়। সেই রান তাড়া করতে নেমে ২১.১ ওভারেই জয় ছিনিয়ে নেয় মিচেল মার্শের অজি শিবির।