নয়াদিল্লি: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রায় দেড় বছর আগে নিজের শেষ আন্তর্জাতিক শতরান হাঁকিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে এসেছিল শেষ শতরান। তারপর থেকে এখনও পর্যন্ত শতরান করতে ব্যর্থ ভারতীয় অধিনায়ক। এবার রোহিতের সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) তুলনা টেনে ভারতীয় অধিনায়ককে সমালোচনায় বিদ্ধ করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গম্ভীরের মতো কোহলির সময়ে যেমন সমালোচকরা তাঁর বিরুদ্ধে কথা বলতে ছাড়েননি, রোহিতের বিরুদ্ধেও কিন্তু তেমনটাই হওয়া প্রয়োজন।


সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত একাধিক ভাল ইনিংস খেললেও শতরান হাঁকাতে পারেননি। শেষ ওয়ান ডে ম্যাচে আক্রমণাত্মক মেজাজে ৪২ করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার পর মাঠের মাঝেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় হতাশ রোহিতকে। রোহিতের শেষ শতরানের পর ৫০ ইনিংস পার হয়ে গিয়েছে। এর আগে কখনই এতগুলি ইনিংসে শতরান করতে ব্যর্থ হননি রোহিত।


রোহিতের সমালোচনায় গম্ভীর


প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর রোহিতের ফর্ম প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, 'আমাদের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। বিরাট কোহলি সাড়ে তিন বছর শতরান করেননি। আমার মনে হয় রোহিত নিজের ওপরই ভীষণ ক্ষুব্ধ হবে। এমন নয় যে ও এক-দুইটো ম্যাচে শতরান পায়নি। ৫০ ইনিংস (শতরান ছাড়া) কিন্তু অনেক। গত (ওয়ান ডে) বিশ্বকাপের পর থেকে লক্ষ্য করলে এটা স্পষ্টভাবেই বোঝা যাবে যে ও কিন্তু এখন আর আগের মতো শতরান করতে পারছে না। অতীতে কিন্তু ও ধারাবাহিকভাবে বড় বড় শতরান হাঁকাত। বর্তমানে ওকে দেখে তো ভাল ফর্মেই রয়েছে বলে মনে হচ্ছে, ভাল ভাল শটও খেলছে বটে। তবে ওর এবার শতরান করার ভীষণ প্রয়োজন।'


রোহিত, বিরাটের গুরুত্ব


গম্ভীর আরও জানান যে ভারতকে বিশ্বকাপ জিততে হলে কোহলি ও রোহিতের ফর্মে থাকাটা সবথেকে বেশি জরুরি। তাই দ্রুতই রোহিতকে শতরানের খরা কাটিয়ে উঠতে হবে। গম্ভীর বলেন, 'বিরাট কোহলি ও রোহিত শর্মার যে বিষয়টি তাঁদের বাকিদের থেকে আলাদা করে, সেটা হল ওদের শতরান করার দক্ষতা। বিরাট বর্তমানে ওর শতরান করার ছন্দটা ফিরে পেয়েছে। রোহিতকেও অন্তত বিশ্বকাপের আগে সেই শতরান করার পথটা খুঁজে বের করতে হবে। ভারতকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত গিয়ে বিশ্বকাপ জিততে হলে বিরাট ও রোহিতের ভাল পারফর্ম করাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে।' 


আরও পড়ুন: অস্ত্রোপচার সফল, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পন্থের