নয়াদিল্লি: আর কিছুদিন পরেই শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে আচমকাই দেশে ফিরলেন গৌতম গম্ভীর। সূত্রের খবর, ভারতীয় দলের কোচের মা সীমা গম্ভীর হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। স্টোকসদের বিরুদ্ধে নামার আগে শেষবার ভারতীয় দল প্রস্তুতি ম্য়াচ খেলতে নামবে ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে। মনে করা হচ্ছে যে ভারতীয় দলের প্রথম টেস্টে শুরুর আগেই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার।
গত বৃহস্পতিবার ভারতীয় দলের যে অনুশীলন হয়েছে, তাতে ছিলেন না গম্ভীর। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দলের এক সূত্র জানিয়েছেন, ''ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর দেশে ফিরে গিয়েছেন। পরিবারের একজনের শারীরিক অসুস্থতার জন্যই ওঁ দেশে ফিরে গিয়েছেন।''
আজ থেকে ভারতীয় দল ও ভারতীয় এ দলের মধ্যে চারদিনের প্রস্তুতি ম্য়াচ হওয়ার কথা। সেই ম্য়াচে ভারত থাকছেন না ইংল্যান্ডে। সেক্ষেত্রে ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ও বোলিং কোচ মর্নি মর্কেলের তত্বাবধানে খেলতে নামবে ভারতীয় দল।
এদিকে, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। আট বছর পর ভারতীয় দলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন করুণ নায়ার। নিজের বহু প্রত্যাশিত কামব্যাক নিয়ে বিসিসিআইয়ের আপলোড করা এক ভিডিওতে করুণ নায়ারকে বলতে শোনা যায়, 'আবারও এই সুযোগ (দেশের হয়ে খেলার) পাওয়ায় নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান, কৃতজ্ঞ বলে মনে হচ্ছে। দুই হাতে এই সুযোগ লুফে নেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি নিশ্চিত মাঠে নামলে আমার প্রচুর ভিন্ন ধরনের অনুভূতি হবে, যেগুলি আমি এখন ভাষায় ব্যক্ত করতে পারব না। তবে হ্যাঁ, নিঃসন্দেহে ওটা একটা বিশেষ অনুভূতি হতে চলেছে।'
করুণ নায়ার আপাতত বিদর্ভের হয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। ২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফিতে তিনি বিদর্ভের হয়েই মোট ৮৬৩ রান করেছিলেন। তাঁর গড় ৫৩.৯৩। করুণ নায়ার চারটি শতরান ও দুইটি অর্ধশতরান করেন। এরপর সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে ৩৮৯.৫০ গড় ও ১২৪.০৪ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৭৭৯ রান করেছিলেন। পাঁচটি শতরান আসে তাঁর ব্য়াট থেকে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ইনিংসে ২৫৫ রান করেছিলেন তিনি। গড় ৪২.৫০ ও স্ট্রাইক রেট ১৭৭.০৮। এমন এক মরশুমের পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটে।