মুম্বই: টেস্ট ফর্ম্যাটে ভারতীয় দলের দুর্দশা অব্যাহত। দেশজুড়ে কোচ গৌতম গম্ভীরকে নিয়ে সমালোচনা হচ্ছে। ঘরের মাঠে গত দেড় বছরে দুটো সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা। কিন্তু এত কিছুর পরও কি টেস্ট ফর্ম্য়াটে প্রাক্তন ভারতীয় ওপেনারই কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন টিম ইন্ডিয়ার? বিসিসিআই কি কোনও কড়া সিদ্ধান্ত নিতে চলেছে?
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে গৌতম গম্ভীরই হয়ত কোচ হিসেবে থেকে যাবেন ভারতীয় দলের। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের চুক্তি রয়েছে ভারতীয় দলের সঙ্গে। তাই এই সময়ের আগে বাঁহাতি প্রাক্তন ওপেনারকে সরানো হবে না বলেই মোটামুটি নিশ্চিত করে দিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন ''আমরা গৌতম গম্ভীরের পরিবর্ত খুঁজছি না। গম্ভীরই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। গোটা দলটা নতুনভাবে গড়ে উঠছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্তই গম্ভীরের কোচ হিসেবে চুক্তি থাকছে।''
দেশের মাটিতে গত বছর কিউয়িদের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। ফের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার ঘরের মাঠে দুটো টেস্টে পরপর হার। তবে সিরিজ খোয়ালেও ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর এখনও মনে করেন যে তাঁর কোচিংয়ে ভারতীয় দল ঠিক ঘুরে দাঁড়াবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর গৌতম গম্ভীর বলছেন, "মানুষ খুব দ্রুত সবকিছু ভুলে যান। আমিই সেই মানুষ, যার কোচিংয়ে ইংল্যান্ডের মাটিতে তরুণ একটা দল নিয়েও সিরিজ ড্র করেছিল টিম ইন্ডিয়া। আপনারা সবাই নিউজিল্যান্ড সিরিজ নিয়েই কথা বলেন। কিন্তু আমিই সেই মানুষ, যার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপও জিতেছে দল। আমি আগেও বলেছি এই দলটা অনভিজ্ঞ। তাঁদের তৈরি হতে আরো সময় লাগবে। কিন্তু দ্রুত এই দল ঘুরে দাঁড়াবে।''
টেস্ট ক্রিকেটের গুরুত্ব বাড়াতে হবে বলে মনে করেন গম্ভীর। তিনি বলেন, ''টেস্ট ক্রিকেটকে আরও বেশি করে গুরুত্ব দিতে শুরু করতে হবে। সবাইকে সেক্ষেত্রে এর দায় নিতে হবে। সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য আসে। সর্বদা শুধু নজরকাড়া এবং প্রতিভাবান ক্রিকেটারের প্রয়োজন পড়ে না টেস্ট ক্রিকেটে। কম প্রতিভাবান তবে দৃঢ় চরিত্রের ক্রিকেটার হলেই চলবে।''
গৌতম গম্ভীরের কোচিংয়েই আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল।