চণ্ডীগড়: তিনি মাঠের কিংবদন্তি । বলা হয়, বিশ্বের সর্বকালের সেরা অফস্পিনারদের একজন। যাঁর দাপটে ভারতের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল স্টিভ ওয়র অশ্বমেধ ।

সেই হরভজন সিংহ এবার নতুন ভূমিকায়। ক্রিকেট প্রশাসনে আসতে চলেছেন ভাজ্জি ? 

জল্পনা তৈরি হয়েছে একটি খবরে। জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসাবে যাবেন হরভজন সিংহ। যিনি আগে একবার পঞ্জাব ক্রিকেট সংস্থার উপদেষ্টা ছিলেন। তবে ক্রিকেট প্রশাসনে কখনও দেখা যায়নি।       

যদিও ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় পঞ্জাব ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসাবে থাকবেন ভাজ্জি। তারপর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। ভাজ্জিকে কি আরও বড় কোনও ভূমিকায় দেখা যাবে ?                 

বোর্ড প্রেসিডেন্ট হিসাবে রজার বিনির মেয়াদ শেষ হয়েছে। ২৮ সেপ্টেম্বর নতুন কাউকে বেছে নেওয়া হবে প্রেসিডেন্ট হিসাবে। সেই সঙ্গে জোর জল্পনা, প্রাক্তন কোনও ক্রিকেটারকেই দেখা যেতে পারে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে।              

তারপর থেকেই বলাবলি হচ্ছে, হরভজন সেই পদে বসে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে ভারত-পাক ক্রিকেট ম্যাচ হওয়া নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছেন অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটারদের অনেকেই। প্রবল বিরোধিতা সত্ত্বেও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিংহ।             

মাসদুয়েক আগে বিশ্ব লেজেন্ডস লিগে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উপেক্ষা করেছিলেন শিখর ধাওয়ান-ইউসুফ পাঠানরা। ভারতীয় দল সাফ জানিয়ে দিয়েছিল, কোনও পরিস্থিতিতেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। পহেলগাঁও হামলার প্রতিবাদে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন ছিল টিম ইন্ডিয়া। এবার সূর্যকুমারদের খেতাব ধরে রাখার লড়াই।