নয়াদিল্লি: দিন দু'য়েক আগেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি (IND vs WI 3rd T20) ম্যাচ আয়োজিত হয়েছিল। দাপটের সঙ্গে সাত উইকেটে সেই ম্যাচ জিতে নিয়ে ভারতীয় দল (Team India) সিরিজে টিকে রয়েছে। তবে এই ম্যাচেই অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়। তিলক ভার্মা (Tilka Varma) ৪৯ রানে অপরাজিত থাকলেও এবং ম্যাচে আরও এক ওভার হাতে থাকা সত্ত্বেও হার্দিক ছক্কা মেরে ম্যাচ শেষে করে দেন। এর ফেলেই হার্দিককে সমালোচনার সম্মুখীন হতে হয়। অনেকেই এমন পরিস্থিতিতে অতীতে বিরাট কোহলিকে মাইলফলক স্পর্শ করার সুযোগ করে দেওয়ার জন্য মহেন্দ্র সিংহ ধোনির বিখ্যাত রক্ষণাত্মক শটের তুলনা টানেন। তবে এই সমালোচনা প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে (Harsha Bhogle) খানিকটা অবাকই করেছে।
হর্ষর মতে সীমিত ওভারের ক্রিকেটে অর্ধশতরানকে খুব বড় মাইলফলক হিসাবে গণ্য করার মানে হয় না। যেহেতু শতরান করা সহজ নয়, তাই সেটাকে বরং মাইলফলক হিসাবে গণ্য করা যেতে পারে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'তিলক ভার্মার ৫০ রান হাতছাড়া করাকে কেন্দ্র করে এত আলোচনা হওয়ায় আমি অবাক। এটা মাইলফলক নয়, শতরান (সহজে হয় না) বাদে টি-টোয়েন্টি ক্রিকেটে আর কোনও মাইলফলক হয় না। আমরা দলগত খেলায় ব্যক্তিগত মাইলফলককে বড় বেশি প্রাধান্য দিই। আমার মনে হয় না টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ রান পরিসংখ্যানে আলাদাভাবে যোগ করার কোনও মানে আছে। দ্রুত গতিতে যথেষ্ট পরিমাণ রান (গড় ও স্ট্রাইক রেট) করতে পারাটাই তো আসল।'
হর্ষ ভোগলের এই সোশ্যাল মিডিয়া পোস্টে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সও (AB de Villiers) নিজের মতামত ব্যক্ত করেন। হর্ষ ভোগলের কথা সহমত পোষণ করে তিনি লেখেন, 'অনেক অনেক ধন্যবাদ। অবশেষে কেউ একজন তো এই বিষয়টা নিয়ে কথা বলল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ফের বিশ্বকাপের আগে চর্চায় ভারতীয় দলের চার নম্বর ব্যাটিং পজিশন, উদ্বেগ প্রকাশ রোহিতের