মুম্বই: আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ (CWC 2023)। তবে এখনও ভারতের মিডল অর্ডার নিয়ে বেশ উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে কেএল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer) ভারতীয় মিডল অর্ডারে নিজেদের স্থান পাকা করতে সক্ষম হলেও, সকলেই বর্তমানে চোটের কারণে জাতীয় দলের বাইরে। তেই ফের একবার বিশ্বকাপের আগে জাতীয় দলের মিডল অর্ডার নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মাঝে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দাবি যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) পর কেউই আর ভারতের ওয়ান ডে দলে চার নম্বরে নিজের জায়গা পাকা করে উঠতে পারেননি।
রোহিত শিকার করে নিচ্ছেন যে ওয়ান ডে দলের চার নম্বর ব্যাটিং পজিশন দীর্ঘদিনের জন্য ভারতীয়দের মাথাব্যথার বড় কারণ। তিনি রিপোর্টারদের বলেন, 'চার নম্বর ব্যাটিং পজিশন আমাদের জন্য দীর্ঘদিন ধরেই চিন্তার বিষয়। যুবির পর কেউই পাকাপাকিভাবে এই পজিশনটা দখল করতে পারেনি। তবে শ্রেয়স বেশ কিছুদিন ধরে চার নম্বরে ব্যাট করেছে এবং বেশ ভাল পারফর্ম করেছে। ওর পরিসংখ্যান খুবই ভাল। তবে দুর্ভাগ্যবশত চোট আঘাত ওকে ভোগাচ্ছে। বেশ কিছুদিন ধরে দলের বাইরে রয়েছে ও। বিগত চার, পাঁচ বছর ধরে এটাই তো হয়ে আসছে। একাধিক তারকা চোটের কবলে পড়েছেন এবং তাই প্রায় প্রায়ই নতুুন কাউকে এই পজিশনে ব্যাট করতে দেখা গিয়েছে।'
রোহিত সোজাসাপ্টা জানান, এই চোট আঘাতই ভারতীয় দলকে ভোগাচ্ছে। 'বিগত চার, পাঁচ বছরে প্রচুর খেলোয়াড়কে চোট আঘাতের সম্মুখীন হতে হয়েছে। যখন খেলোয়াড়রা চোট আঘাতের জেরে বা অন্য না না কারণে অনুপস্থিত থাকে, তখন তো ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের নিয়ে ভিন্ন ভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতেই হয়। চার নম্বর ব্যাটিং পজিশনের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। অধিনায়ক হওয়ার আগেও তো আমি দলে ছিলাম, গোটা বিষয়টা দেখেছি। কত খেলোয়াড়কেই না এই পজিশনে খেলিয়ে দেখা হয়েছে। তবে হয় কেউ চোট পেয়েছেন, না হয় কেউ ফর্ম হারিয়েছেন, তাই নতুন নতুন খেলোয়াড়কে পরখ করে দেখতে হয়েছে বারংবার।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পাল্টে গেল বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের দিন, সূচি বদল ইডেনে বাবরদের ম্যাচেরও