কেপটাউন: টি-টােয়েন্টি বিশ্বকাপে গতকালই ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে। কিন্তু এখনও টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতেছিল হরমনপ্রীত বাহিনী। কিন্তু গতকাল হেদার নাইটদের বিরুদ্ধে হারতে হয়েছে। 


কীভাবে সেমিফাইনালে পৌঁছতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দল?


১৫২ রান তাড়া করতে নেমে গতকাল ৫ উইকেট হারিয়ে ১৪০ রানই বোর্ডে তুলতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ের সঙ্গে সঙ্গে ইংল্যান্ড গ্রুপ ২-তে শীর্ষে রয়েছে। ভারত তিন ম্যাচে ২ টো জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান এই একই গ্রুপে তিন নম্বরে রয়েছে। ২ ম্যাচ খেলে ১টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তিন ম্যাচে একটিতে জিতে গ্রুপে চার নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তবে ভারতের জন্য রাস্তা খুবই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ২ দলের পয়েন্টই সমান থাকবে। রান রেটের বিচারে ভারত সেমিতে পৌঁছে যেতে পারে।


পাকিস্তান যদি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হেরে যায়, তবে তাদের গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। অন্যদিকে ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেবে, এমন আশা করাই যায়। 


রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র


বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ম্যাচের আগে হুঙ্কার দিয়েছিলেন, একপেশে ম্যাচে সৌরাষ্ট্রকে (Bengal vs Saurashtra) হারাবেন তাঁরা।


পরের চারদিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একপেশে ম্যাচই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। তবে তা সৌরাষ্ট্রের পক্ষে। রঞ্জি ফাইনালে বাংলার জঘন্য পারফরম্যান্স অব্যহত। ২০১৯-২০ মরসুমে রাজকোটে গিয়ে সৌরাষ্ট্রের কাছে হেরেছিল। এবার বাংলার ঘরের মাঠে বাংলাকে দুরমুশ করে দিয়ে গেল জয়দেব উনাদকটের দল। রবিবার দ্বিতীয় ইনিংসে বাংলা অল আউট হয়ে গেল ২৪১ রানে। মাত্র ১১ রানের লিড নিতে সক্ষম হয়েছিল বাংলা। ১২ রানের লক্ষ্য ছিল সৌরাষ্ট্রের সামনে। এক উইকেট হারিয়ে যে রান তুলে নিল সৌরাষ্ট্র। ৯ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।


ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে গেলেন দাদা ঈশান পোড়েল। সৌরাষ্ট্র ক্রিকেটারেরা তখন মাঠেই উৎসবে মত্ত। ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা মাঠের মধ্যে। বাংলার যন্ত্রণা বাড়িয়ে মুহুর্মুহু স্লোগান আর জয়োধ্বনিতে ইডেন কাঁপালেন সৌরাষ্ট্রের ক্রিকেটারেরা।