নয়াদিল্লি: ১২ বছর পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন বিরাট কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তন ঘিরে সকলের মধ্যেই আগ্রহ ছিল। রেলওয়েজ বনাম দিল্লি রঞ্জি ম্যাচের (Ranji Trophy) দ্বিতীয় দিন যে কোহলি ব্যাটে নামবেন, তা কালকেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। সেইমতো তিনি নামলেন ব্যাটে। তবে ব্যর্থতা পিছু ছাড়ল না তাঁর। হিমাংশু সাঙ্গওয়ানের (Himanshu Sangwan) বলে নিজের অফ স্টাম্প হারিয়ে সাজঘরে ফিরতে হল কোহলিকে।


তাঁর জন্যই তো একটা সাধারণ রঞ্জি ম্যাচ অসাধারণ হয়ে উঠেছে। ১৫ হাজার দর্শক মাঠ ভরিয়েছেন। আর আজ কোহলি ব্যাট নামেন। তাই সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই নজর রেখেছিলেন, 'কিং' তাঁর রঞ্জি প্রত্যাবর্তনে কেমন করেন। যশ ধূস আউট হওয়ার পর সকাল ১০.৩০টা নাগাদ প্রবল জনগর্জন মাঝে ক্রিজে আসেন কোহলি। তবে তাঁর সংগ্রহ ১৫ বলে মাত্র ছয় রান। হিমাংশু ইনসুইং বলে আউট হন তিনি। এদিন ব্যাটে নেমে কোহলি প্রতিপক্ষের বিরুদ্ধে দাপট দেখানোর চেষ্টা করেন। সেই চেষ্টাতেই হিমাংশু সাঙ্গওয়ানকে চার মারেন। কিন্তু ঠিক পরের বলেই ড্রাইভ মারতে গিয়ে তাঁর স্টাম্প হারান বিরাট। তাঁর উইকেট নেওয়া এই হিমাংশু ঠিক কে?


 






কোহলির মতোই সাঙ্গওয়ানও জন্মসূত্রে দিল্লিরই বাসিন্দা। ২৯ বছর বয়সি সাঙ্গওয়ান ২০১৯ সালে  রেলওয়েজের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলেন। সেই বছরেই তিন ফর্ম্যাটে তাঁর অভিষেক হয়। এখনও পর্যন্ত ২৩ রঞ্জি ম্যাচে  ৭৭টি প্রথম শ্রেণির উইকেট নিয়েছেন তিনি। তাঁক সঙ্গে কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির মিল রয়েছে। মাহির মতোই ক্রিকেটে সাফল্য আসার আগে টিটির কাজ করতেন তিনি। সাঙ্গওয়ান নয়া দিল্লি স্টেশনে টিটি ছিলেন।


তবে এমআরএফ পেস ফাউন্ডেশনে গ্লেন ম্যাকগ্রার পরামর্শ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাকগ্রা তাঁকে ধৈর্য্য ধরা এবং বাড়তি কিছু না করার পরামর্শই দেন। তারপর থেকেই ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করেন তিনি। আজ এখনও পর্যন্ত হয়তো নিজের কেরিয়ারের সবথেকে বড় উইকেটটি নিয়ে নিলেন হিমাংশু। স্বাভাবিকভাবেই কোহলির উইকেট নিয়ে আনন্দে আকাশে হাত ছুড়ে উচ্ছ্বাসে মাতেন তিনি।


আরও পড়ুন: সিরিজ় জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে, কোথায় দেখবেন চতুর্থ টি-২০? কেমন হবে পিচ?