মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের নিজের জায়গা এখনও পাকা করতে পারেননি। কিন্তু চার নম্বর ব্যাটিং পজিশনে সবচেয়ে বড় দাবিদার তিনিই। ভারতীয় ক্রিকেটার ও কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শর্ট বলের বিরুদ্ধে তাঁর পারফরম্য়ান্স খারাপ এমনটা একেবারেই নয়। কিন্তু এবার সেই শর্ট বলের সামনেই নাকানিচোবানি খেতে হল শ্রেয়সকে। বুচিবাবু টুর্নামেন্টে খেলতে নেমে ব্য়র্থ হলেন কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক। তামিলনাড়ু ক্রিকেট অ্য়াসোসিয়েশনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন শ্রেয়স। কিন্তু ম্য়াচে ২ ও ২২ রান করলেন ব্যাট হাতে। একই সঙ্গে শর্ট বলে যে তিনি সত্যিই ভীষণ দুর্বল, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।


তামিলনাড়ুর পেসার অচ্যুৎ সিভি একটি শর্ট বল করেছিলেন। লেগ স্ট্যাম্প লক্ষ্য করে সেই শর্ট বলটি করেছিলেন অচ্যুৎ। মুম্বই ব্যাটার একটি পুল শট মেরেছিলেন। কিন্তু শটটি নিয়ন্ত্রণ করতে পারেননি। আইয়ারের ক্যাচ লুফে নেন অজিথ রাম। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয় সেই ক্লিপ। অনেকই ট্রোল করতে থাকেন শ্রেয়সকে। শর্ট বল খেলা এখনও শিখতে পারেননি কেকেআর তারকা, এমনও মন্তব্য করেন অনেকে।


 






 






 






 






বাংলাদেশের বিরুদ্ধে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রথমসারির ভারতীয় ক্রিকেটাররাও ঘরোয়া ক্রিকেট খেলছেন। তালিকায় আছেন সূর্যকুমার যাদব, শুভমন গিলও।